শিরোনামঃ

আজ শনিবার / ২১শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ৪ঠা মে ২০২৪ খ্রিস্টাব্দ / ২৫শে শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় বিকাল ৩:৩৬

সিরাজগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে ২১ জেলের কারাদন্ড

মনিরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সদরের যমুনানদীর বিভিন্ন পয়েন্টে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২১(একুশ) জেলেকে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান এর নেতৃত্বে চলমান ভ্রাম্যমান আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার বেলাল (৫২), ফুলচান(৫০),ইলিয়াস (৪৫),মনিরুল (২২),আলামিন(২৫),সাইফুল(৪০),রবি আলম(২৫), বেলকুচি উপজেলার হানিফ (৩৭),শাহাদাত (৩১),আবুল কালাম(৩৫),মজনু(৫০),শাহালম(৪২),শাহ আলম(৩৬),সোনা মিয়া(২৪), আশরাফ(৫৫), সুরুজ্জামান(৩৫), ফটিক(৩২), টাংগাইল জেলার কালিহাতী উপজেলার খাদেম(৩৫), টাংগাইল সদর উপজেলার শাহ আলম(৪০),হাছেন(২২) ও হোসেন(৩৩)।

উক্ত আসামীদের সাজা পরোয়ানামূলে সিরাজগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন সরকার জানান, সোমবার ভোর ৫ টা হতে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ সদরের যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালিত হয়।

এ সময় কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ ধরার অপরাধে ২১ জনকে আটক,১লক্ষ ৫ হাজার মিটার ক্যারেন্ট জাল ও ৩০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।পরে ভ্রাম্যমান আদালতে ২১ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।জব্দকৃত ক্যারেন্ট জাল পুড়িয়ে ধবংস করা হয় এবং জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিম খানা ও মাদ্রাসায় বিতরন করা হয়।

আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আনোয়ার হোসেন ও আনসার ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দ।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap