শিরোনামঃ

আজ শনিবার / ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ১৮ই মে ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই জিলকদ ১৪৪৫ হিজরি / এখন সময় সকাল ১০:৩৯

ভাঙ্গুড়া ইউএনও’র সৈয়দ আশরাফুজ্জামান এর ব্যতিক্রম ধর্মী উদ্যোগ

সিরাজুল ইসলাম আপন, বিশেষ প্রতিবেদক : পাবনার ভাঙ্গুড়া উপজেলার নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান এই উপজেলায় একটি ব্যতিক্রম ধর্মী উদোগ গ্রহণ করেছেন যা সবত্র প্রশংসা পাচ্ছে। উদ্যোগটি হলো উপজেলার যে কোনো প্রান্তে হোক না কেন, কোনো পরিবারের পিতা মাতার নতুন সন্তান জন্ম গ্রহণ করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুবিধা মত সময়ে ঐ বাড়িতে হাজির হয়ে নবজাতকের জন্য একটি ফুলের তোড়া উপহার, একটি বৃক্ষের চারা রোপণ ও একটি অভিনন্দন পত্র প্রদান। ইউএনও স্বাক্ষরিত অভিনন্দন পত্রটি নবজাতকের পিতামাতাকে যা,পাঠকের জন্য হুবহুব তুলে ধরা হলোঃ

সম্মানিত মাতা-পিতা আসসলামু আলাইকুম, উপজেলা নির্বাহী অফিসার , ভাঙ্গুড়া’র পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা গ্রহণ করুন। আপনাদের ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেছে আপনাদের প্রিয় সন্তান। নিশ্চয়ই আপনারা এই শিশুর আগমনে অত্যন্ত খুশী ও আনন্দিত। আপনাদের সন্তানের জন্মগ্রহণকে অর্থবহ ও স্মৃতিময় করতে পরিবেশ বান্ধাব গাছ উপহার প্রদান করা হল। আশা করি, আপনাদের সন্তান বেড়ে উঠবে একটি বাসযোগ্য অনুকুল পরিবেশ আর অফুরান্ত সবুজের মাঝে। আপনার মমতা এবং সুন্দর পরিবেশ এই সন্তানকে করবে সুসন্তান এবং দেশ পাবে একজন সুনাগরিক। নিজেকে নিবেদিত করবে মাতুসম প্রিয়জন্ম ভুমি ও পরিবারের কল্যাণে।

আশা করি আপনাদের সন্তান এবং এই গাছ একই মমতায় বেড়ে উঠবে। এই গাছ আপনাদের সন্তানকে পরোপকারি হতে যেমন শিক্ষা দিবে, তেমনী অর্থনৈতিকভাবেও করবে স্বাবলম্বী। একইসাথে এই গাছটি হয়ে থাকবে আগামীর নির্মল বাংলাদেশে অনুজের প্রতি অগ্রজের যত্ন এবং ভালোবাসার প্রতীক স্বরুপ। আপনাদের এবং প্রিয় সন্তানের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। আন্তরিকভাবে আপনার, সৈয়দ আশরাফুজ্জামান।

এভাবেই তিনি অফিসিয়াল কাজের ফাঁকে ফাঁকে এই উপজেলাতে সদ্য ভুমিষ্ঠ হওয়া শিশু সন্তানের বাড়িতে গিয়ে হাজির হয়ে এলাকাবাসীকে আবাক করে দিচ্চেন। শুধু তাই নয় এসময় ঐ নবজাতকে তিনি ক্ষণিকের জন্য হলেও নিজের কোলে তুলে নিয়ে শিশুটি ও তার পরিবারের লোকজন কেমন আছেন ? তা জানতে চাচ্ছেন এবং শিশুর সাথে রোপণকৃত চারাগাছটির যত্ন নিতে তাদেরকে পরামর্শ দিচ্ছেন। এ কাজে তাঁকে সহযোগিতা করছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হালিমা খানম ও উপজেলা প্রশাসনের কর্মচারী বৃন্দ।

জানা গেছে, এই উপজলায় তিনি ১ সেপ্টেম্বর ২০১৯ থেকে এ পর্যন্ত ৫৯টি নবজাতকে বাড়িতে একটি করে ফুলের তোড়া, চারাগাছ রোপণ ও অভিনন্দন পত্র দেওয়া হয়েছে। যা অত্র এলাকার সর্বত্র প্রশংসিত হচ্ছে।
এবিষয়ে সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম বলেন, ‘এই উপজেলায় ইউএনও মহোদয় যে পদক্ষেপ গ্রহণ করছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। কারণ তিনি কর্মজীবনের শত ব্যস্ততার মাঝে নবজাতকের বাড়িতে গিয়ে নবজতকের খোঁজখবর নেওয়া এবং ঐ বাড়ির আঙ্গিনায় একটি বৃক্ষরোপন করা ও অভিনন্দন পত্র দিয়ে আসা একটা অসম্ভব ভালো কাজ।

এ কাজের মধ্য দিয়ে একদিকে দেশের প্রাকৃতিক ভারসাম্য যেমন রক্ষা পাবে অন্য দিকে তেমনী বৃক্ষটি বড় হলে ঐ পরিবারটি আর্থিকভাবে লাভবান হবে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হালিমা খানম বলেন, ‘নিরাপদ মাতৃত্ব ও সুন্দর ভবিষৎ নির্মাণে এই কর্মসুচী বিশেষ সহায়ক ভুমিকা পালন করবে।’
এবিষয়ে ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান বলেন, ‘প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে জনগণের দোরগোড়ায় পৌচ্ছাতে এই ধরণের কর্মসূচী অব্যাহত থাকবে।’

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap