শিরোনামঃ

আজ বুধবার / ১লা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ১৫ই মে ২০২৪ খ্রিস্টাব্দ / ৭ই জিলকদ ১৪৪৫ হিজরি / এখন সময় বিকাল ৩:২৮

রাজশাহীতে মেয়র-কর্মচারিদের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ

নাজিম হাসান,রাজশাহী থেকে : রাজশাহীতে মেয়র সহকারী প্রকৌশলী ও হিসাব রক্ষক এবং কারযসহকারী র বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎকারী হিসেবে চিহ্নিত করে চলতি মাসের ২২শে সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন ঢাকা বরাবর লিখিত অভিযোগ দিয়েছে তিন সংরতি মহিলা কাউন্সিলর এবং তিন ওয়ার্ড কাউন্সিলর। অভিযোগের অনুলিপি স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সরকারমন্ত্রী, আইজিপি, র‌্যাবের মহাপরিচালক, রাজশাহীবিভাগীয় কমিশনার সংসদ সদস্য,জেলা প্রশাসক রাজশাহী,ডিডিএলজি রাজশাহী এবং দুর্নীতি দমন ব্যুরো রাজশাহী বরাবর দেওয়া হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে ২০১৬ সালের দিকে তানোর পৌরসভার মেয়র মিজান দায়িত্ব নিয়েই জেলা পরিষদের রাস্তার দু পাসের গাছে রং করে ১লাখ ২৫ হাজার টাকা উত্তোলন করে দুর্নীতির শুভ সোচনা করেন। তিনি বিভিন্ন ওয়ার্ডে রিং পাইপ সরবরাহের নামে প্রকৃত ব্যয় ৮০ হাজার টাকা হলেও বিল উত্তোলন করেন ১১ লাখ ৭২ হাজার টাকার। ২০১৬ সাল থেকে চলতি সালের অর্থ বছর পর্যন্ত এডিপি ও রাজস্ব তহবিল থেকে ১কোটি ৫০ ল টাকা এবং রোলার ভাড়া বাবদ ২০ লাখ টাকা আত্মসাৎ করেন মেয়র।

গোল্লাপাড়া বাজারের মাছ হাটায় টিন ছাউনিতে আনুমানিক ১লাখ ৫০ হাজার টাকা খরচ হলেও বিল উত্তোলন করেন ১১ লাখ টাকার এবং কাজ করেন মেয়রের ক্যাডারসহ কারযসহকারী মাহবুর। কালীগঞ্জ বাজারের রাস্তা সংস্কারের নামে এডিপি ও টিআর প্রকল্প থেকে ১০ লাখ টাকা ব্যয় দেখিয়ে তছরুপ করা হয়েছে অথচ আলুর কোল্ড স্টোরেজ থেকে চার ট্রলি ভাংগা ইট ফেলে টাকা উত্তোলন করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ।

আরো জানা যায় ১নং ওয়ার্ড হতে ৯নং ওয়ার্ড পর্যন্ত ইলেক্ট্রিক পানির মোটর স্থাপন করে মোটরপ্রতি ১ লাখ ৫ হাজার টাকা করে বিল উত্তোলন করা হলেও প্রকৃত খরচ হয়েছে প্রতি মোটরে ২৫ হাজার টাকা করে। বাকি টাকা এচার জনের যোগসাজশে আত্মসাৎ করা হয়েছে। এছাড়াও জলবায়ু প্রজেক্ট আসে ১২ কোটি টাকা সেখান থেকে ৭কোটি টাকার গোপনে টেন্ডার দিয়ে উৎকোচ হিসেবে মেয়র ১কোটি ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়ে কার গাড়ী ক্রয় করেছেন বলেও উল্লেখ করা হয়।

এভাবে প্রতিটি প্রকল্পে অনিয়ম করে ২০১৬ সাল থেকে চলতি অর্থ বছর পর্যন্ত মেয়র ৫কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে জানা যায়। এমনকি ডেঙ্গু মশা নিধনে চলতি বছরে ৭ লাখ টাকা বরাদ্দ আসে সেটাও নাম মাত্র কাজ করে লুট করা হয়েছে। মেয়র পৌরসভায় কোন মিটিং করেন না কাউন্সিলরদের কোনভাবেই মুল্যয়ন করেন না ইচ্ছে মত সব কিছু করে থাকেন। মেয়র মিজান দায়িত্ব নেবার পর থেকে প্রতিটি প্রকল্প বা কাজের তদন্ত করলেই আরো ভয়াবহ অনিয়ম দুর্নীতি বেরিয়ে আসবে।

তিনি বহিরাগত কোন ঠিকাদারদের কাজ করতে দেন না। তাঁর নিজস্ব ক্যাডার এবং কারযসহকারী মাহবুব আলমের মাধ্যমে কাজ করে থাকেন। এসব বিষয়ে মেয়র মিজানের কাছে জানতে চাইলে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন তাঁরা অনৈতিক সুবিধা না পেয়ে এসব মনগড়া অভিযোগ করেছেন। আমার পৌরসভায় কোন অনিয়ম নেই বলে এড়িয়ে যান। এদিকে,মেয়র মিজানসহ রাজশাহী জেলার বিভিন্ন পৌরসভায় শত শত কোটি টাকার দুর্নীতি হলেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো রকম অভিযান বা তদন্ত করা হয়নি।

তবে অচিরে বিভিন্ন পৌরসভার মেয়রসহ পৌর কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযান পরিচালনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আকুল আবেদন জানিয়েছে রাজশাহীবাসি।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap