শিরোনামঃ

আজ শুক্রবার / ২০শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ৩রা মে ২০২৪ খ্রিস্টাব্দ / ২৪শে শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় দুপুর ২:৪০

বাল্যবিয়ে প্রতিরোধ অ্যাপসের মাধ্যমে সম্ভব- জেলা প্রশাসক কবীর মাহমুদ

জাহাঙ্গীর আলম, চাটমোহর (পাবনা) : ডিজিটাল বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিভিন্ন জিনিস তৈরি ও আবিস্কার হচ্ছে। তেমনি একটি ডিজিটাল উদ্যোগ বাল্যবিয়ে প্রতিরোধী অ্যাপস। এর মাধ্যমে দ্রুত বাল্যবিয়ে প্রতিরোধ সম্ভব। সন্তানদের শুধু জিপিএ-৫ পাওয়ার প্রতিযোগিতায় নামলে চলবে না। তাদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য প্রধান ভূমিকা পালন করতে হবে মায়েদের।
বৃহস্পতিবার দুপুরে পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই অ্যাপসের উদ্বোধন অনুষ্ঠানে পাবনার নবাগত জেলা প্রশাসক কবীর মাহমুদ উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, সন্ধ্যার পর স্টার জলছা, জি-বাংলা দেখলে চলবে না, সন্তাদের পাশে বসে লেখাপাড়ার খোঁজ নিতে হবে। সন্তানেদের হাতে মোবাইল তুলে না দিয়ে বই তুলে দিতে হবে।দেশের মধ্যে প্রথম বাল্যবিয়ে প্রতিরোধ অ্যাপস ও শিক্ষা প্রতিষ্ঠানে সেই অ্যাপস ব্যবহারের জন্য ট্যাব বিতরণ করা হয়।

মুলগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ রাশেদুল ইসলাম বকুলের সভাপতিত্বে ও ইউপি সদস্য আঃ কুদ্দুস রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শফিউল ইসলাম, চাটমোহর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আঃ হামিদ মাস্টার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার প্রমূখ।

স্থানীয় সরকার বিভাগের এলজিএসপি-৩ আর্থিক সহায়তায় দেশের প্রথম বাল্যবিয়ে প্রতিরোধ অ্যাপসের পরিকল্পনা ও বাস্তবায়ন করেছেন ইউএনও সরকার অসীম কুমার। তিনি জানান, শিা প্রতিষ্ঠানে ছাত্রীদের কমনরুমে ট্যাব রাখা থাকবে। বাল্যবিয়ে বিষয়ে তারা অ্যাপসে ঢুকে নাম, ঠিকানা, শ্রেণী, রোল নম্বর উল্লেখ করে সমস্যার কথা লিখে মেসেজ দিবে। যা চলে যাবে উপজেলা প্রশাসনে।
তখন উপজেলা প্রশাসন ব্যবস্থা নিবে। শুধু বাল্যবিয়েই নয়।

যৌন হয়রানী, নারী নির্যাতন বিষয়েও মেসেজ দিবে। গুগল প্লে স্টোরেও পাওয়া যাবে অ্যাপস। গত বছর দেশে প্রথম এই মূলগ্রাম ইউনিয়নেই ঘরে বসে ট্যাক্স পরিশোধ ও ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা পাওয়া অ্যাপস চালু করা হয়। এই অ্যাপস চালু করার পর ইউনিয়ন পরিষদের ট্যাক্স আদায় ১০ গুণ বেড়েছে।

প্রসঙ্গতঃ অ্যাপসটির ডিজিটাল প্রযুক্তি প্রতিষ্ঠান এমআইইসি ল্যাব লিমিটেড। প্রতিষ্ঠানটি প্রযুক্তি সেবায় গভর্নমেন্ট এন্ড সিটিজেন সার্ভিস ক্যাটাগরিতে ন্যাশনাল আইসিটি আ্যাওয়ার্ড ২০১৮ অর্জন করেছে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap