শিরোনামঃ

আজ শুক্রবার / ২০শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ৩রা মে ২০২৪ খ্রিস্টাব্দ / ২৪শে শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় সকাল ৭:৪৫

বিশ্বকাপের শেষ জয়ে টাইগারদেরদরকার ৩১৬

অনলাইন ডেস্ক : দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরুটা ভালই ছিল টাইগারদের। অসাধারণ ব্যাটিংস্তম্ভে এখন সময় সেমির স্বপ্নও দেখছিল বাংলাদেশ দল। বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি আর সবশেষ ম্যাচে ভারতের বিপক্ষে হেরে যাওয়ায় সেমির সেই স্বপ্ন ভেঙে যায়।

গ্রুপ পর্বের আজ শুক্রবারের শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলে বিশ্বকাপের সেরা ১০ দলের মধ্যে পঞ্চম স্থানে থাকতে পারবে বাংলাদেশ। এছাড়া বিশ্বকাপের এক আসরে অতীতের তিনটি জয়ের রেকর্ড ছাপিয়ে (৪ ম্যাচ জিতে) নতুন ইতিহাস গড়বে মাশরাফি বিন ‍মুর্তজার নেতৃত্বাধীন দলটি।

সেমিফাইনালে যেতে অন্তত ৩১১ রানে জিততে হবে পাকিস্তানের। সরফরাজ আহমেদ তাই ‘৫০০ রানের লক্ষ্য’ নিয়ে ব্যাট করার ঘোষণা দেন। টস জিতে ব্যাটিংও নেন তিনি। তবে তার দল ৯ উইকেট হারিয়ে তুলতে পারল ৩১৫ রান। বাংলাদেশ ব্যাটে নামার আগেই পাকিস্তানেরও সেমির স্বপ্ন ধূলিস্যাৎ হলো।

ব্যাটিংয়ে নেমে শুরুতে মেহেদি মিরাজ-সাইফউদ্দিনের বোলিংয়ে সুবিধা করতে পারেনি পাকিস্তান। ম্যাচের অষ্টম ওভারে সাইফউদ্দিনের বলে ক্যাচ দিয়ে ফেরেন ফখর জামান। সেই ধাক্কা ইমাম-উল ও বাবর আযম সামলে নেন। জীবন পাওয়া বাবার ফেরেন ৯৬ রানে। ব্যক্তিগত ৫৭ রানে মুস্তাফিজের বলে তার ক্যাচ ফেলেন মোসাদ্দেক। এছাড়া আরও একটি জীবন পান তিনি। ইমাম উলের সঙ্গে তিনি ১৫৭ রানের জুটি গড়ে ফেরেন।

এরপর সেঞ্চুরি তুলে নেন ইমাম-উল হক। আট ম্যাচ পরে সেঞ্চুরি পেলেন তিনি। বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরি। এরপর মুস্তাফিজের বলে ১০০ রান করে হিট উইকেট হন ইমাম-উল। মিজবাউল হকের পর দ্বিতীয় পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে হিট উইকেট হলেন ইমাম উল।

দলের রান তখন ৪২তম ওভারে ২৪৬। পরের ৯ রানের মধ্যে আরও দুই উইকেট তুলে নেয় বাংলাদেশ। মোহাম্মদ হাফিজ ২৭ রান করে ফেরেন মিরাজের বলে। এরপর দারুণ ফর্মে থাকা হারিস সোহেলকে ফেরান মুস্তাফিজ। তবে পাকিস্তানের রান বাড়িয়ে নেন ইমাদ ওয়াসিম। তিনি শেষ ওভারে ৪৩ রান করে ফেরেন। বড় রান পেয়ে যায় পাকিস্তান।

বাংলাদেশের হয়ে এ ম্যাচে পাঁচ উইকেট নেন মুস্তাফিজুর রহমান। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ভারতের বিপক্ষে পাঁচ উইকেট নেন তিনি। এবার টানা দুই ম্যাচে পাঁচ উইকেট নিলেন ফিজ। ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। আবার টানা দুই ম্যাচে নিলেন পাঁচ উইকেট। ক্যারিয়ারে এটি তার পঞ্চম পাঁচ উইকেট। এছাড়া বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নেন সাইফউদ্দিন। একটি উইকেট নেন মেহেদি মিরাজ।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap