শিরোনামঃ

আজ শুক্রবার / ২৭শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ১০ই মে ২০২৪ খ্রিস্টাব্দ / ২রা জিলকদ ১৪৪৫ হিজরি / এখন সময় বিকাল ৫:৫৪

আটঘরিয়ায় জমিজমা বিরোধে মুক্তিযোদ্ধাকে মারপিট

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সোবহানকে মারপিট করে আহত করেছে প্রতিপক্ষরা। এঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে আটঘরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার (১০ মে) রাত দশটার দিকে ভরতপুর গ্রামে।

হাসপাতাল ও স্বজনরা জানায়, চাঁদভা ইউনিয়নের ভরতপুর গ্রামের মৃত- জাবেদ আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সোবহান খান নিজ পুকুরে ভেকু দিয়ে পুকুর খনন ও পাড় বাঁধার কাজ করছিলেন ঘটনার দিন রাতে।

এসময় একই এলাকার প্রভাবশালী রহমত আলীর ছেলে আবু তৈয়ব আলী, আব্দুল জব্বার এর ছেলে সিরাজুল ইসলাম, আবু তৈয়ব আলী ছেলে হারুন অর-রশিদ, শরীফ ঘটনার দিন রাতে পুকুর পাড়ে এসে লোহার রড, লাঠি সোঠা, হাসুয়া সহ দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে তারা নিজ জমি বলে দাবি করেন। এসময় উভয়ের মধ্যে এবিষয়ে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে প্রতিপক্ষ প্রভাবশালী আবু তৈয়ব, হারন অর রশিদ, শরিফ সিরাজুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা আব্দুল সোবহানকে ঐসকল অস্ত্র দিয়ে বেধরক মারপিট করে গুরুতর আহত করে। স্থাীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আটঘরিয়া হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আটঘরিয়া থানায় মামলার প্রক্রিয়া চলছে।

এব্যাপারে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক বলেন, এটা একটা ন্যাক্কার জনক ঘটনা। একজন মুক্তিযোদ্ধাকে এভাবে মারপিট করা উচিত হয়নি। এর সঠিক বিচার হওয়া দরকার। বর্তমানে সে আটঘরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap