শিরোনামঃ

আজ মঙ্গলবার / ২৪শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ৭ই মে ২০২৪ খ্রিস্টাব্দ / ২৮শে শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় বিকাল ৫:৩৩

হলোখানা ইউপি চেয়ারম্যান এর বিরুদ্ধে দূর্নীতির অভিযোগে লিখিত বক্তব্য চেয়েছেন পুলিশ

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম সদর উপজেলার ২নং হলোখানা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ উমর ফারুক এর বিরুদ্ধে গত ২৬ সেপ্টেম্বর কুড়িগ্রাম সদর উপজেলাধীন হলোখানা ইউনিয়নের সুভারকুটি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা”র নামে ২০২০-২০২১ইং অর্থ বছরে টিআর প্রকল্পের আওতায় ১,১৫,০০০/=(এক লক্ষ পনের হাজার) টাকা আত্নসাৎ , জাল-জালিয়াতি করে কমিটি গঠন, প্রতিষ্ঠানের ক্ষেত্রে নামের গরমিলের অভিযোগ তুলে বিভিন্ন অফিস বরাবর লিখিত অভিযোগ করেন ওই মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মোঃ সিরাজুল ইসলাম। সেই অভিযোগ আমলে নিয়ে গণশুনানি করতে যাচ্ছে পুলিশ সুপার কুড়িগ্রাম মহোদয়ের নির্দেশে সদর থানা পুলিশ।

কুড়িগ্রাম সদর থানার সেকেন্ড অফিসার এসআই প্রলয় কুমার বর্মা স্বাক্ষরিত এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

সেখানে অভিযুক্তদের বক্তব্য লিখিতভাবে এবং এতদসংগে প্রযোজ্য ক্ষেত্রে প্রমাণিক প্রয়োজনীয় কাগজপত্রাদি উপস্থাপনের জন্য অনুরোধ করেছে পুুলিশ। বিষয়টি অতীব জরুরী বলে উল্লেখ করা হয়েছে।

নোটিশে জানানো হয়, “অভিযোগের পরিপ্রেক্ষিতে মাননীয় পুলিশ সুপার, কুড়িগ্রাম মহোদয়ের নির্দেশ প্রাপ্ত হয়ে সুভারকুটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ২০২০-২০২১ অর্থ বছরে টিআর প্রকল্পের আওতায় প্রাপ্ত বরাদ্দকৃত অর্থ অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ ওমর ফারুক, চেয়ারম্যান, ২ নং হলোখানা ইউনিয়ন পরিষদ কর্তৃক জাল-জালিয়াতির মাধ্যমে বর্ণিত প্রকল্পের সমুদয় অর্থ আত্মসাৎ করেন মর্মে অভিযোগ কারী মোঃ সিরাজুল ইসলাম, সদস্য, পরিচালনা কমিটি সুভারকুটি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা, হলোখানা, কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম, অভিযোগ আনয়ন করেন।

উক্ত অভিযোগ তদন্ত করার নিমিত্তে পু্লিশ কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। সুষ্ঠু তদন্তের স্বার্থে বক্তব্য লিখিতভাবে গ্রহণের জন্য তদন্ত কমিটি সিদ্ধান্ত নিয়েছে।

এলাকায় এবিষয়টি প্রকাশের পর চেয়ারম্যানের বিরুদ্ধে দূ্র্নীতির অভিযোগ তুলে ‘দূর্নীতি বিরোধী সমাবেশ’ এর ব্যানারে সমাবেশ করেন
স্থানীয়রা।

এবিষয়ে অভিযোগ কারী মোঃ সিরাজুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি পুলিশ সুপার কুড়িগ্রামসহ বিভিন্ন অফিসে অভিযোগ দিয়েছিলাম। সে অভিযোগ আমলে নিয়ে অভিযোগ তদন্তের জন্য কুড়িগ্রাম সদর থানা পুলিশ লিখিত বক্তব্য নেওয়ার আয়োজন করেছে।

স্থানীয় লোকজন উক্ত অভিযোগ আমলে নেওয়ায় পুলিশ সুপার, কুড়িগ্রামসহ কর্তৃপক্ষ সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার সেকেন্ড অফিসার এসআই প্রলয় কুমার বর্মা জানান, আমরা অভিযোগের প্রেক্ষিতে মাঠ পর্যায়ে বিভিন্ন ভাবে তদন্ত করেছি। এখন অভিযুক্তদের লিখিত বক্তব্য নেওয়ার পর আমরা চূড়ান্ত প্রতিবেদন দিবো।

 

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap