শিরোনামঃ

আজ সোমবার / ২৩শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ৬ই মে ২০২৪ খ্রিস্টাব্দ / ২৭শে শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় রাত ৪:৪৫

রাজশাহীতে এসএসসির পরীক্ষায় পুননিরীক্ষণে ২৫২ জনের ফল পরিবর্তন

নাজিম হাসান, রাজশাহী প্রতিনিধি: চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সদ্য প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ড থেকে পুননিরীক্ষণে ২৫২ জনের ফল পরিবর্তন করা হয়েছে। এর আগে উত্তরপত্র পুননিরীক্ষণে জন্য রাজশাহী বোর্ডে আবেদন পড়েন ২০ হাজার ৪১৩ জন। আর উত্তরপত্র ছিল ৪৪ হাজার ৬১ জন। তবে ২০ হাজার আবেদনকারীর মধ্যে মাত্র ২৫২ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। আর অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছে ৩৫ জন শিক্ষার্থী। এর আগে তারা অকৃতকার্য হয়েছিল।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান,এবার বোর্ডে এসএসসির ফলাফল পুননিরীক্ষণে মোট ২৫৩ জনের ফল পরিবর্তন হয়েছে। এবং পুননিরীক্ষণের জন্য পরীক্ষার্থীরা আবেদন করেছিল ২০ হাজার ৪১৩টি খাতা। আর উত্তরপত্র ছিল ৪৪ হাজার ৬১টি। তবে পুননিরীক্ষণে ৩৫ জন পরীক্ষার্থী অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছে।

তিনি আরো জানান, বাংলা প্রথম পত্রে ২ হাজার ৪৪৩টি, বাংলা দ্বিতীয়পত্রে একই, ইংরেজি প্রথমপত্রে ৩ হাজার ৯৮০টি, ইংরেজি দ্বিতীয় পত্রে একই, গণিতে ৮ হাজার ৩৭৫টি, ভূগোলে ১ হাজার ৭৫৪টি, ইসলাম শিক্ষায় ২ হাজার ৩০৯টি, হিন্দু ধর্মে ১১০টি, খ্রিষ্টান ধর্মে ৪টি, উচ্চতর গণিতে ১ হাজার ২৬৬টি, সাধারণ বিজ্ঞানে ৮১৮, কৃষি শিক্ষায় ১ হাজার ৩৪৬ জন, পদার্থে ৩ হাজার ৫০২টি, রসায়নে ২ হাজার ৩৩৯টি, জীব বিজ্ঞানে ৩ হাজার ৪৫৩টি, পৌরনীতিতে ১৯৯টি,

অর্থনীতিতে ৩৩১টি, ব্যবসা উদ্দ্যোগে ১৬৬টি, হিসাব বিজ্ঞানে ৪৪৪টি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে ২ হাজার ৫৩৯টি, গার্হ্যস্থ বিজ্ঞানে ৫৫টি, ফিন্স্যাস ও ব্যাংকিংয়ে ৫৪৫টি, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতায় ১ হাজার ১৮টি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে (আইসিটি) ৬৪৭টিসহ মোট ৪৪ হাজার ৬১টি আবেদন পড়েছে। উল্লেখ্য,চলতি বছরের ৩১ মে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ফলাফল ঘোষণা করা হয়। এবং রাজশাহী বোর্ডে পাশের হার ছিল ৯০ দশমিক ৩৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ২৬ হাজার ১৬৭ জন পরীক্ষার্থী

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap