শিরোনামঃ

আজ শনিবার / ১৪ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ২৭শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ / ১৮ই শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় রাত ১১:০৪

রাঘবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ বৃষ্টি হলেই জলাবদ্ধতা

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলা মাজপাড়া ইউনিয়নের ৩৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সামান্য বৃষ্টি হলেই পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে বিদ্যালয়ের অধ্যায়নরত কোমলমতি শিশু শিক্ষার্থীরা জাতীয় সংগীত সহ নানান ধরনের খেলা ধুলা থেকে বঞ্চিত হছে বলে বিদ্যালয় সূত্রে জানা গেছে। ফলে মাঠে পানি জমে থাকার কারণে পঁচা দূর্গন্ধ সৃষ্টি হয়। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো সংস্কারের কোনো উদ্যোগ বলে অভিভাবক ও এলাকাবাসি সূত্রে জানা গেছে।

গত কয়েক দিনে আগে সরজমিনে ঘুরে ও এলাকাবসির সাথে কথা বলে জানা গেছে, এই বিদ্যালয়ের মাঠে একটু বৃষ্টি হলে পানি জমে থাকে। শিক্ষক ও কোমরমতি শিশু শিক্ষার্খীরা বিদ্যালয়ের মাঠে পানি জমে থাকায় খেলা ধুলা করতে পারে না। বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, সামান্য বৃষ্ঠি হলে আমাদের স্কুলের খেলার মাঠ পানি জমে থাকে। এতে কাঁদা ও ঘাস জমে থাকায় আমরা খেলা ধুলা করতে পারি না। দ্রুত বিদ্যালয়ের মাঠটি ভরাট করা হলে স্কুলের সকল শিক্ষার্থীরা আনন্দের সাথে খেলাধুলা ও জাতীয় সংগীত করতে পারব বলে মনে করছেন তারা।

প্রধান শিক্ষক বাকী বিল্লাহ জানান, ১৯৭৩ সালে ৪৮ শতাংশ জায়গার উপর রাঘবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। এই বিদ্যালয়ে মোট চারটি শ্রেনী কক্ষ রয়েছে। বর্তমানে এই বিদ্যালয়ে ২শ ৪৫জন শিশু শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ছাত্র সংখ্যা রয়েছে ১শ ১১ জন এবং ছাত্রী সংখ্যা রয়েছে ১শ ১৩ জন। শিক্ষক সংকট রয়েছে ৩ জন। তিনি আরও জানান, ২০১৪ সালের পরীক্ষায় শতভাগ পাস করেছে। ২০১৭ সালে ১৭জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ জন, ৩জন বৃত্তি পেয়েছে। ২০১৮ সালে পরীক্ষার্থীর মধ্যে ১২ জন জিপিএ-৫ পেয়েছে। ট্যালেন্টপুলে ১জন ও সাধারন গেটে ১জন বৃত্তি পেয়েছে।

একই সঙ্গে শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়টি তিনি নিশ্চিত করতে অভিভাবক ও মা সমাবেশের আয়োজন করেন। শিক্ষার পাশাপাশি ক্রীড়া সাংস্কৃতিক ও ছবি অঙ্কন প্রতিযোগিতাসহ জাতীয় দিবস পালন করা হয়। স্কুলের পরিচালনা কমিটি একাজে সহযোগিতা করে থাকেন তবে পড়া লেখা খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা কোনো কিছুতেই পিছিয়ে নেই বিদ্যালয়টি। শিক্ষার্থীদের খেলাধুলার জন্য বিদ্যালয়ের মাঠ সম্পূর্ণ অনুপযোগি। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই খেলার মাঠ জলাবদ্ধতা দেখা দেয়।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap