শিরোনামঃ

আজ মঙ্গলবার / ২৪শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ৭ই মে ২০২৪ খ্রিস্টাব্দ / ২৮শে শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় রাত ৩:৪০

মুরাদনগরে ২০টি ড্রেজার মেশিন জব্দ

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগরে তিন ফসলী কৃষি রক্ষয় অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা। এসময় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন -২০১০ অনুসারে একদিনে রেকর্ড পরিমান ২০টি অবৈধ ড্রেজার মেশিন ও ১১শত পাইপ বিনষ্ট করা হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বাঙ্গরা বাজার থানার পূর্ব ধইর পূর্ব ও পূর্ব ধইর পশ্চিম ইউনিয়নের নবীয়াবাদ ও জানঘর গ্রামে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত।
জানা যায়, মুরাদনগর উপজেলায় মাটিখেকো ড্রেজার ব্যবসায়ীদের হাত থেকে তিন ফসলী কৃষি জমি রক্ষায় নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে মুরাদনগর উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে শুক্রবার দিনব্যাপী এযাবত কালের সবচেয়ে বড় অভিযান পরিচালনা করা হয়। এসময় মুরাদনগরে ড্রেজার অভিযানের মাধ্যমে আয়রন ম্যান হিসেবে পরিচিতি পাওয়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা ২০টি অবৈধ ড্রেজার মেশিন ও ২২হাজার ফুট পাইপ বিনষ্ট করেন। অভিযান পরিচালনায় প্রয়োজনীয় আইনানুগ সহযোগিতা করেন বাঙ্গরা বাজার থানার এসআই আজিজ ও সংগীয় ফোর্স। এই অভিযানের ফলে জমি হারাতে বসা কৃষকদের মাঝে স্বস্থি ফিরে এসেছে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা বলেন, আমরা অবৈধ ড্রেজারের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেশিন, পাইপ জব্দসহ জেল ও জরিমানা করে আসছি। উপজেলার তিন ফসলী সকল কৃষিজমি রক্ষায় অসাধু ড্রেজার ব্যবসায়ী চক্রকে নির্মূল করার লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap