শিরোনামঃ

আজ শনিবার / ২৮শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ১১ই মে ২০২৪ খ্রিস্টাব্দ / ৩রা জিলকদ ১৪৪৫ হিজরি / এখন সময় রাত ৩:০৪

ভূরুঙ্গামারীতে সন্ত্রাসীদের হামলায় লুটপাট ও বাড়ি ভাংচুর

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের লালন শাহ ফকির বাড়ি খানকাহ শরীফে ১৬ (এপ্রিল) শনিবার বিকেল আনুমানিক ২.৩০ মিনিটে আকস্মিক ভাবে হামলা, লুটপাট ও ভাংচুর চালায় পার্শ্ববর্তী এলাকার মোতালেব হোসেন ও তার ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী।

ঘটনা স্থলে গিয়ে জানা যায় যে,লালন শাহ ফকির বাড়ির আস্তানার মালিক মোঃঅপু পাগলার কাছে মুদি দোকানি মোঃ সাইদুর রহমান সাধু চার/পাঁচ শত টাকা বকেয়া কে কেন্দ্র করে তর্কাতর্কি হয়।

ঝগড়া করার আধা ঘণ্টা পর পরই আকস্মিক ভাবে মোঃমোতালেব হোসেনের নেতৃত্বে ৮০ থেকে ৯০ জন লাঠি, দা, কুড়াল হাতে অপু পাগলার ঘর বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। মুদি দোকানি মোঃ সাইদুর রহমান সাধু ও মোতালেব হোসেন সহ প্রায় তিরিশ চল্লিশ জন বাড়ির মেইন গেটে ভাংচুর করে সন্ত্রাসীদের হামলায় অপু পাগলা, তার স্ত্রী সখিনা বেগম, তার ১২/১৩ বছরের শিশু পুত্র ফকির চান, কনিকা, মনি এবং শপু সহ অপু পাগলার বয়োবৃদ্ধ মা কে এলোপাতাড়ি মারপিট করতে থাকে।

পাশ্ববর্তী বাড়ির লোকজন অপু পাগলার ঘর- বাড়ি ভাংচুর থামাতে চেষ্টা করলে সন্ত্রাসীদের হামলায় গুরুতর ভাবে আহত হয় মোঃ ফারুক হোসেন।

সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত ফারুক হোসেনকে দ্রুত ভূরুঙ্গামারী সদর হাসপাতালে ভর্তি করানোর পর তার অবস্থার অবনতি দেখে সুচিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যায়।

অভিযোগের ভিত্তিতে আরও জানা যায় যে মোতালেব ও সাধু গং অপু পাগলার ঘরে ঢুকে গরু বিক্রির নগদ ২,৬০,০০০ টাকা ছিনতাই করে এবং ১,৪০,০০০টাকা মূল্যের সোনার গহনা লুট করে নিয়ে যায়। বিবাধীরা হলেন, মোতালেব হোসেন (৪৫) পিতাঃমৃত আবু মাস্টার, সাইদুর রহমান সাধু (৩৫) পিতাঃ মৃত নজো গিদাল, রয়েল (২২) পিতাঃ আজিজুল, সম্রাট, পিতাঃশহিদার, রোকন (২২) পিতাঃ মজনু, শফি পিতাঃ অজ্ঞাত, শহিদার (৫০) পিতাঃঅজ্ঞাত।

লালন শাহ ফকির বাড়িতে ভাংচুর করার সময় অপু পাগলার খানকাহ শরীফে ভাংচুর চালায় এবং আগত অতিথি আল আমিন পাগলা কেও মারপিট করেছে বলে এলাকাবাসী জানান।
উপরোক্ত ঘটনায় আহত মোঃ ফারুক হোসেন এর মা ভূরুঙ্গামারী থানায় অভিযোগ দায়ের করেছে।

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap