শিরোনামঃ

আজ সোমবার / ২৩শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ৬ই মে ২০২৪ খ্রিস্টাব্দ / ২৭শে শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় সকাল ৮:২৯

ভাঙ্গুড়ায় মদের দোকানে স্কুল, কলেজের ছাত্রসহ বহিরাগতদের ভীড়, প্রতিকার নেই

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমণিষা বাজারের পাশে সরকার অনুমোদিত দেশি মদের দোকানে চলছে মাদকের রমরমা বাণিজ্য। সেখানে সরকারি লাইসেন্সধারী মাদকসেবীদের কাছে মদ বিক্রির কথা থাকলেও নিয়মনীতির তোয়াক্কা না করে স্কুল-কলেজের শিক্ষার্থী ও যুবকদের কাছে দেদার বিক্রি করা হচ্ছে। এতে রাস্তাঘাটে মাদকসেবীদের মাতলামির যন্ত্রণায় প্রায়ই নাজেহাল হতে হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। এ অবস্থা থেকে রেহাই পেতে মদের দোকানের উচ্ছেদ চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছে না স্থানীয়রা।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০০১ সালে পাবনার নগরবাড়ী এলাকার মদ ব্যবসায়ী রাম কুমার শীলের লাইসেন্সে অষ্টমণিষা বাজারে রতন কুমার পাল মদের দোকানটি চালু করেন। গত বছরের জুন মাসে এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে নিয়মবহির্ভূতভাবে যত্রতত্র মদ বিক্রি করায় তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দোকানটি বন্ধ করে দেন। এরপর মদ ব্যবসায়ী রাম কুমার শীল উপরের মহলে তদবির করে অষ্টমণিষা ইউপি কার্যালয় ও বাজারের ২০০ মিটার পশ্চিমে প্রধান সড়কের পাশে একটি বাড়িভাড়া নিয়ে দোকানটি ফের চালু করেন।

জানা গেছে, পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ জেলা মিলিয়ে মোট লাইসেন্সধারী ক্রেতার সংখ্যা মাত্র ১৩০ জন। কিন্তু এখানে তালিকা মেনে মদ বিক্রি করেন না বিক্রেতা। প্রতিদিন সকাল ৮টা থেকে গভীর রাত পর্যন্ত সেখানে মাদকের আড্ডা চলে। উঠতি বয়সী যুবক, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ এখানে মদ কিনতে আসে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কিশোর, যুবকসহ নানা বয়সের লোকজন এসে মদের দোকানের সামনে ভিড় করেছে। কিন্তু বিক্রেতা রতন কুমার সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে মদ বিক্রি বন্ধ করে দেন। এ সময় দোকানের সামনে অতিরিক্ত মদ্যপান করে রুবেল ও ফুল আলম নামের দুই কলেজছাত্রকে মাতলামি করতে দেখা যায়। পরে এলাকাবাসী দুজনকে প্রহার করে পুলিশের হাতে তুলে দেয়। পরিস্থিতি বেগতিক দেখে অন্য ক্রেতারাও পালিয়ে যায়।

মদের দোকানের পাশে বসবাসকারী সাবেক ইউপি সদস্য ও মুক্তিযোদ্ধা পরিতোষ চৌধুরী বলেন, দোকানটি বন্ধ করতে গত ১৭ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তিন শতাধিক এলাকাবাসীর স্বাক্ষরিত লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু তিনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না।

মাদক বিক্রেতা রতন কুমার শীল জানান, ‘নির্ধারিত ক্রেতা ছাড়াও মদ কিনতে বাইরের লোকজন আসে। বিক্রি করতে না চাইলে বোতল ভাঙচুর শুরু করে। তাই বাধ্য হয়ে তাদের কাছে মদ বিক্রি করি।’

ভাঙ্গুড়া থানার ওসি মাসুদ রানা বলেন, ‘সরকারের অনুমোদিত দোকানে মদ বিক্রি চলছে। সেখানে কে মদ কিনছে বা খাচ্ছে তা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর দেখবে। এ ব্যাপারে আমাদের কিছুই করার নেই।’

অভিযোগপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুদুর রহমান বলেন, ‘সরকার অনুমোদিত মদের দোকান বন্ধের এখতিয়ার উপজেলা প্রশাসনের নেই। তাই এলাকাবাসীর অভিযোগটি জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে। তিনি নির্দেশ দিলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

পাবনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক পারভীন আক্তার বলেন, ‘এলাকাবাসীর অভিযোগের বিষয়টি শুনেছি। একসময় ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষের অনাপত্তিপত্রে মদের দোকানের অনুমতি দেওয়া হয়েছিল। এখন এলাকার হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের সবাই দোকানটি উচ্ছেদ চাইছে। এ ক্ষেত্রে উপজেলা প্রশাসন ব্যবস্থা না নিতে পারলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হস্তক্ষেপ করবে।’

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap