শিরোনামঃ

আজ শুক্রবার / ২৭শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ১০ই মে ২০২৪ খ্রিস্টাব্দ / ২রা জিলকদ ১৪৪৫ হিজরি / এখন সময় রাত ৮:১৩

বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মাহতাব উদ্দিন আর নেই

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট প্রবিন সাংবাদিক ও লেখক মাহতাব উদ্দিন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার ধানমন্ডিতে তার ছেলের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছেলে দিপ্ত ইসলাম।

তিনি জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বাবার বুকে ব্যথা উঠার কিছুণ পর তিনি শেষ নিঃশ্বা ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি দুই ছেলে চার মেয়েসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাঙালি সাহিত্যে বিএ সম্মাননা লাভ করেন এবং ১৯৭১ সালে দেশের স্বাধীনতা যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি মুক্তিযোদ্ধাদের বিভিন্ন গ্রুপ এবং গেরিলা যুদ্ধের নেতৃত্ব দেন।

মুক্তিযুদ্ধের পর তিনি মুক্তিযুদ্ধে গবেষণা করেন এবং দরিদ্র মুক্তিযোদ্ধাদের সমর্থন প্রদান করেন। ৯০ এর দশকে তিনি সাপ্তাহিক গণখবরের সম্পাদক হিসেবে কাজ শুরু করেন যা যুদ্ধের নায়কদের অসাধারণ গল্প প্রকাশ করেন। এছাড়া তিনি মুক্তিযুদ্ধ চর্চা কেন্দ্র প্রতিষ্ঠা করেন এবং মুক্তিযুদ্ধে গবেষণা পত্রিকা ও বই রচনা করেন। তিনি রাজশাহী শহরে প্রাকৃতিক গ্যাস সরবরাহের জন্য প্রথম আন্দোলনসহ বিভিন্ন সামাজিক আন্দোলনের নেতৃত্ব দেন।

মুক্তিযোদ্ধাদের জন্য সরকারের মাসিক বরাদ্দ প্রত্যাখ্যান করে বলেছিলেন যে তিনি দেশপ্রেম বিক্রি করতে পারছেন না। এবং তিনি রাজশাহী মেট্রোপলিটন প্রেসকাবের সাবেক সভাপতি ও দৈনিক লাল গোলাপের প্রধান সম্পাদক ছিলেন।এদিকে,সাংবাদিক মাহতাবের মৃত্যুতে দৈনিক লাল গোলাপের পরিবার ও মেট্রোপলিটন প্রেসকাবসহ বিভিন্ন মহলের প থেকে শোক প্রকাশ করে রুহের আত্মার মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap