শিরোনামঃ

আজ বৃহস্পতিবার / ১৯শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ২রা মে ২০২৪ খ্রিস্টাব্দ / ২৩শে শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় রাত ১১:০১

বীভৎস করোনা •

-আগমনী চক্রবর্তী-
“কোভিড – 19”
কী স্মার্ট নাম!
মানুষ খেকো মৃত্যুর লাল -নিশান।
তার অঙ্গে, চলনে -বলনে, অঘটন – ঘটন পটিয়সী…
ধূপছায়া, ধুম্রজাল ।
ডাক্তার – নার্স, স্বেচ্ছাসেবক, দেশের সৈনিক দল,
সোনার দেশের সোনার ছেলেদের জীবন হলো নিশ্চল।
তবুও গেলনা মহামারী করোনা…
আর কত যাবে প্রাণ?
সাহিত্য বেকার, বিজ্ঞান স্তম্ভিত, কৃষিও হতচকিত ।
বিশ্বগ্রাসী করোনা বিশ্ব আজ,
” কে নেবে আমাদের বাঁচানোর গুরুভার? “
অর্থনীতির চাকা এখন ঘুরছে উল্টোপথে,
কলের মানুষ বানিয়ে করোনা খেলছে আপন রথে।
করোনা যুদ্ধে বাঁচানোর লড়াইয়ে
কত জ্ঞানী – গুণী – বিশেষজ্ঞ দিশেহারা,
সাধারণও আজ পথভোলা।
অস্ত্রবিহীন এ কোন সমর — যাবে কী কখনও ভোলা?
মৃত্যু -মিছিলে বুক ফাটছে, মুখ ফুটছে না আর;
কত অভাগী মা সন্তান হারিয়ে
রিক্ত – নিঃস্ব আজ।
সারাজীবন সঙ্গী থেকেও লাশ যদি হয় করোনায়,
⁰ ধরা যাবেনা, ছোঁয়া যাবেনা — এ কোন অন্তরায়?
পি.পি.ই পরা বাবার বুকে
পলিথিনে মোড়ানো সন্তান,
ব্যর্থ চুম্বনে জানিয়ে দিলো
হাহাকার ভরা এ প্রাণ।
আশাবাদী মানুষ নিরাশায় মরে –
সব আশা ভেঙ্গে চুরমার,
নিস্ফল হলো ভালোবাসার মন্ত্র
জয়ী হলো জ্বালাময়ী করোনার বাহক, মৃত্যুজাল।
যুদ্ধের দামামা, মেঘের বাজ,
ছাপিয়ে আওয়াজ ;
নিভৃতে প্রাণ নিয়ে খেলছে করোনা
জুয়ারীর বেশে, করছে বাজিমাত।
ঘর থেকে বেরুলেই বন্দী মুখ – এ কোন নির্যাতন?!
অশীতিপর বৃদ্ধের বুকেও বাজে করোনা মৃত্যু-শেল।
এমন সময় তথ্য প্রযুক্তি টিকিয়ে রেখেছে বিশ্ব,
প্রযুক্তি ছাড়া না জানি করোনা
হতো আরও কত বীভৎস !!
স্কুলের ঘণ্টা বাজুক আবার – মুখরিত বিদ্যাঙ্গন,
উত্তাল -যৌবনে আন্দোলিত হোক
কলেজ- বিশ্ববিদ্যালয়ের অগ্নিস্রাবক তরুণ দল।
প্রিয়তমা স্ত্রী নিরালায় কাঁদে , বাতায়নও পাশে বসি ,
স্বামী হারানোর কঠিন বেদনা চেপে;
মনে মনে ভাবে…..
” সংহাররুপী করোনা, একটু করো করুণা! “
যুদ্ধ করি মোরা ভালোবাসা দিয়ে,
হৃদয় উজাড় করে বাঁচি একসাথে…
মানবতার মহান মন্ত্র তাই শিখিয়েছে মোদের।
নিয়তির বিধান খন্ডানো দায়,
আমরা মানুষ নিরুপায়;
আত্মযুদ্ধে বাঁচার লড়াই,
এই নিয়েই মোরা আছি সবাই।
হে নটরাজ, স্রষ্টা,
আমাদের বিশ্ব, আগের বিশ্ব, ফিরিয়ে দাও নবসাজে….
অদৃশ্য অণুজীব করোনার আতঙ্ক
যখন সবার বক্ষমাঝে ।।
_______________________________________
— আগমনী চক্রবর্তী
প্রভাষক ( বাংলা),
চাটমোহর মহিলা ডিগ্রি কলেজ,
চাটমোহর, পাবনা।
( সর্বসত্ত্ব সংরক্ষিত)

 

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap