শিরোনামঃ

আজ শনিবার / ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ১৮ই মে ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই জিলকদ ১৪৪৫ হিজরি / এখন সময় রাত ৮:৪২

বঙ্গবন্ধুর জীবন দর্শন নিয়ে “কালজয়ী পিতা” বই লিখলেন চাটমোহরের মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন

চাটমোহর অফিস : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন দর্শন নিয়ে একটি কাব্য গ্রন্থ লিখেছেন পাবনার চাটমোহর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, কবি প্রভাষক ফিরোজা পারভীন। “কালজয়ী পিতা” একটি মাত্র কবিতা। বঙ্গবন্ধুর প্রতি অগাধ শ্রদ্ধাবোধ থেকে কবি তার এ কবিতায় ১৯৭৫ টি লাইন সন্নিবেশ করেছেন। বইটি প্রকাশ করেছে পাবনার মহিয়সী প্রকাশ। প্রচ্ছদ করেছেন নবীন চারুশিল্পী সঞ্চারী হক। চার ফর্মার বইটির মূল্য ধরা হয়েছে ২শ টাকা।

“কালজয়ী পিতা” কাব্য গ্রন্থ প্রসঙ্গে কবি ফিরোজা পারভীন জানান, “বঙ্গবন্ধু অসীম, অশেষ। তাকে জেনে শেষ করার উপায় নেই। ভাষা আন্দোলন, বাংলাদেশের স্বাধিকার আন্দোলন; স্বাধীনতা যুদ্ধ, আমাদের লাল সবুজের পতাকা এ সব কিছুর পরতে পরতে জড়িয়ে রয়েছেন জাতির পিতা; বিশ্ব বন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা তাকে জানবার চেষ্টা করছি। তাকে জানবার যেমন চেষ্টা করছি তেমনি নতুন প্রজন্মকে তার সম্পর্কে জানাবার তারণা থেকে আমার এ লেখা। বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে সারাটি জীবন যিনি নিজের কথা না ভেবে সংগ্রাম করে গেছেন,

সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে গেছেন, সেই মানুষটিকে দেশি-বিদেশী ষড়যন্ত্রের শিকার হয়ে সেনাবাহিনীর কিছু বিপথগামী উচ্চাভিলাষী বিশ্বাসঘাতক অফিসারের হাতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাতে সপরিবারে নিহত হতে হয় ! ধিক্কার জানাই ঐ সব সেনা কর্মকর্তাদের; যারা সেদিন পিতার রক্তে রঞ্জিত করেছিল বাংলার মাটি। ঔপনিবেশিকদের কবল থেকে নিজের জন্ম ভূমিকে মুক্ত করার জন্য বিশ্বের স্মরণীয় ব্যক্তিত্ব জর্জ ওয়াশিংটন, মোস্তফা কামাল আতাতুর্ক, হো চো মিন, ভাদিমির ইলিচ লেলিন, ফিদেল ক্যাস্ট্রো, চে গুয়েভারা, আহমেদ সুকর্ন, মাও সেতুং, প্যাট্রিস লুমুম্বা, নেলসন ম্যান্ডেলা ও মহাত্মা গান্ধী যেমন  অবদান রেখে গেছেন তার চেয়েও বেশি অবদান রেখে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই তো তিনি হয়ে উঠেছেন বিশ্ব নেতা, বিশ্ব বন্ধু। তার কন্ঠস্বর আজ পরিণত হয়েছে কোটি মানুষের কন্ঠস্বরে। ইতিহাসের সর্বোচ্চ অন্ধকারতম দিন ১৯৭৫ সালের ১৫ আগস্ট যে দিনটি কখোনই ভূলবার নয়। তাই “কালজয়ী পিতা” নামক আমার এ দীর্ঘ কবিতায় আমি ১৯৭৫ টি লাইন সন্নিবেশ করেছি। শেখ মুজিবুর রহমানের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত স্মরণীয় ঘটনা, অধ্যায় এ কবিতায় সংযোজন করার চেষ্টা করেছি। আশা করছি বইটি পাঠকের ভাল লাগবে।

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap