শিরোনামঃ

আজ বৃহস্পতিবার / ১৯শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ২রা মে ২০২৪ খ্রিস্টাব্দ / ২৩শে শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় রাত ১০:৫৪

পুঠিয়ায় নকল কসমেটিক কারখানার সন্ধান,মালিকসহ আটক ৫

নাজিম হাসান, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলায় দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নকল কসমেটিক তৈরি কারখানায় অভিযান চালিয়ে মালিক মাসুদ রানাসহ পাঁচজনকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।

বুধবার (১ জুলাই) রাতে উপজেলার সদর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রামজীবনপুর এলাকার একটি কারখানাটিতে অভিযান পরিচালনা করা হয়। এসম প্রায় কোটি টাকার উপকরণ জব্দ করা হয়। আটকরা হলেন, মোশাররফ হোসেনের ছেলে মাসুদ রানা (৩৬), তার ভাই শফিকুল ইসলাম (৩১), মাসুদ রানার স্ত্রী দিলরুবা (৩২)

একই উপজেলার আব্দুল লতিফের স্ত্রী সাবেরা (৩১) এবং জাহিদ (১৬)। পুলিশ জানায় পুঠিয়া পৌরসভার রামজীবনপুর গ্রামে গোপনে নকল কসমেটিকস তৈরির কারখানা গড়ে তুলেছিলেন মাসুদ রানা। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বুধবার রাত নয়টার দিকে পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) রোমানা আক্তারের নেতৃত্বে গোয়েন্দা সংস্থা এনএসআই এর একটি দল সেখানে অভিযান পরিচালানো করেন।

এ সময় নামি-দামি দেশি-বিদেশি কোম্পানির নয় প্রকারের বিপুল পরিমাণ নকল কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। এর মধ্যে ভারতীয় পতেঞ্জলি কোম্পানির বিভিন্ন কসমেটিকস বেশি জব্দ করা হয়। যেগুলো মাসুদ রানার নকল কসমেটিক তৈরি কারখানায় তৈরি করা হতো।

এবিষয়ে রাজশাহী এনএসআইয়ের উপ-পরিচালক (ডিডি) মোহাম্মদ সৈয়দ হোসেন জানান,আটক মাসুদ রানাসহ তার ভাই রাজশাহী ছাড়াও ডিলারদের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় এসব নকল কসমেটিকস সরবরাহ করে আসছে।গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সেখানে অভিযান চালিয়ে মালিক মাসুদ রানাসহ পাঁচজনকে আটক করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে মামলা দিয়ে আদালতে প্রেরন করা হবে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap