শিরোনামঃ

আজ মঙ্গলবার / ২৪শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ৭ই মে ২০২৪ খ্রিস্টাব্দ / ২৮শে শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় রাত ৪:৪৩

পাবনা প্রেসক্লাবের সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে চাটমোহর সাংবাদিকদের মানববন্ধন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের বর্তমান সাধারন সম্পাদক সাংবাদিক সৈকত আফরোজ আসাদের নামে সাবেক এমপি আজিজুল হক আরজুর দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে ষরযন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি পালন করেছে চাটমোহর প্রেসক্লাবের কর্মরত সকল গণমাধ্যম কর্মীরা।
১০ আগস্ট (সোমবার) সকাল ১০টায় চাটমোহর থানার মোড়ে আমতলায় ঘন্টাব্যাপী এই প্রতিবাদ মানবন্ধন কর্মসূচি পালন করা হয়। সৈকত আফরোজ আসাদ সময় টিভি, বাংলাদেশ প্রতিদিন ও বিডিনিউজ টোয়েন্ট্রিফোর.কম এর জেলা প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছেন। চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুনের সভাপতিত্বে মাবনবন্ধনে বক্তব্য দেন, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, চাটমোহর প্রেসক্লাবের সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক, দৈনিক সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন, দৈনিক বাংলাদেশ পোস্ট প্রতিনিধি ইকবাল কবীর রন্জু, চাটমোহর অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ সালাহ উদ্দিন ফিরোজ, দৈনিক ভোরের দর্শন প্রতিনিধি মোহাম্মদ আলী জিন্না, প্রেসক্লাবের সহ-সম্পাদক নুরুল ইসলাম, স্বাধীন খবর সম্পাদক জাহাঙ্গীর আলম, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি বকুল রহমান, দৈনিক যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদার, সাংবাদিক মাকসুদুল হক মাসুদ প্রমুখ। এসময় উপস্থিত শিক্ষকসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সেচ্চামূলক সংগঠনের সদস্যরা এই মানবন্ধনে অংশ গ্রহণ করেন।
এসময় বক্তারা অবিলম্বে ডিজিটাল নিরপত্তা আইনে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ গণমাধ্যকর্মীদের স্বাধীন মত প্রকাশের বাধা প্রদানের করা এই কালো আইন বাতিলের দাবি জানান। মামলা প্রত্যাহার দাবি জানান।

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap