শিরোনামঃ

আজ মঙ্গলবার / ৩১শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ১৪ই মে ২০২৪ খ্রিস্টাব্দ / ৬ই জিলকদ ১৪৪৫ হিজরি / এখন সময় ভোর ৫:৪৯

পদ্মায় পানি কমতে শুরু করেছে রাজশাহীতে বাঁধে জনসাধারণের প্রবেশ বন্ধ

নাজিম হাসান, রাজশাহী থেকে : রাজশাহী পয়েন্টে কমতে শুরু করেছে পদ্মার পানি। গেল তিন দিনে অন্তত ৪ সেন্টিমিটার পানি কমেছে। শনিবার সকালে পানি কমে দাঁড়িয়েছে ১৮ দশমিক ১৫ সেন্টিমিটারে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে,আর পানি বাড়ার আশঙ্কা নেই। তবে প্রবল স্রোতের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া রাজশাহী শহর রা বাঁধে জনসাধারণের প্রবেশ বন্ধ করে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এবিষয়ে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শহিদুল আলম জানান, বাঁধটি স্রোতের মুখে পড়ে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

জনসাধারণের প্রবেশে বাড়তি সমস্যা হতে পারে বলেই তাদের প্রবেশ আপাতত বন্ধ করা হয়েছে। বাঁধ রায় ইতিমধ্যেই তারা আড়াই হাজার বস্তা জিও ব্যাগ ফেলেছেন বলেও জানান এই কর্মকর্তা। এর আগে উজান থেকে নেমে আসা ঢলে পানি বেড়ে চলেছিল পদ্মায়। এরই মাঝে নতুন করে ফারাক্কার সবগুলো লকগেট খুলে দেওয়ায় পানিতে থৈ থৈ করছে এ নদী। পানির তোড়ে বর্তমানে প্রবল স্রোতের সৃষ্টি হয়েছে। সেই স্রোত আছড়ে পড়ছে শহর রা বাঁধে। এতে করে হুমকিতে পড়েছে টি-বাঁধসহ সংলগ্ন এলাকা। পরিস্থিতি মোকাবেলায় বুধবার সকাল থেকে বাঁধ ঘিরে বালুভর্তি জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

পানি উন্নয়ন বোর্ড জানায়, বুধবার সকালে বিপদসীমার মাত্র ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল রাজশাহীর পদ্মা। এদিন বেলা ৩টায় রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা মাপা হয় ১৮ দশমিক ১৮ মিটার। অন্যদিকে নির্ধারিত বিপদসীমা হলো ১৮ দশমিক ৫০ মিটার। এরই মাঝে পাবনার পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মা বিপদসীমা অতিক্রম করেছে। রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক জানান, গত ১৭ বছরে রাজশাহীতে পদ্মার পানি মাত্র দুইবার বিপদসীমা (১৮.৫০) অতিক্রম করেছে। এর মধ্যে ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত টানা ৮ বছর রাজশাহীতে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করেনি। কেবলমাত্র ২০০৩ সালের ১৯ সেপ্টেম্বর রাজশাহীতে পদ্মার সর্বোচ্চ উচ্চতা ছিল ১৮ দশমিক ৮৫ মিটার। এছাড়া আরেকবার ২০১৩ সালের ৭ সেপ্টেম্বর পদ্মার উচ্চতা দাঁড়িয়েছিল ১৮ দশমিক ৭০ মিটারে। এরপর পানি বাড়লেও ওইসব রেকর্ড ভাঙেনি।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap