শিরোনামঃ

আজ বুধবার / ১৮ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ১লা মে ২০২৪ খ্রিস্টাব্দ / ২২শে শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় রাত ৮:৫২

জলঢাকায় ইউপি নির্বাচনের যাচাই-বাছাইয়ে ৪ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা উপজেলায় ৩য় ধাপের নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে প্রার্থীদের উপস্থিতিতে এই যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।এতে ৪ জন চেয়ারম্যান, ২জন সংরক্ষিত নারী সদস্য ও ৭ জন সাধারন সদস্য প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বাতিলকৃত চেয়ারম্যান প্রার্থীগন হলেন বালাগ্রাম ইউনিয়নে খাদ্য গুদামের ডিলারশীপ থাকার কারনে আব্দুল হাই ও তার ছেলে ইমরান হোসেন নয়ন, মিরগঞ্জ ইউনিয়নে ঋন খেলাপীর কারনে শেখ মাসুদ রানা ও খুটামারা ইউনিয়নে রশিদুল আলম সরকার। এসময় তথ্য গোপন ও ঋন খেলাপীর কারনে ঐ সব প্রার্থীর মনোনয়ন বাতিল করে রিটার্নিং কর্মকর্তা উজ্জ্বল হোসেন। এর আগে ২ নভেম্বর ৬৩ জন চেয়ারম্যান পদে, ৪শত১০ জন সাধারণ সদস্য পদে ও ১শত ৫৭ জন সংরক্ষিত নারী সদস্য পদে তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান, বাতিলকৃত মনোনয়ন পত্র প্রার্থীগন ৩ দিনের মধ্যে জেলা নির্বাচন কর্মকর্তার নিকট আপিল করার সুযোগ পাবেন। শুনানি শেষে আপিল কর্তৃপক্ষ ৩ দিনের মধ্যে আপিলের রায় প্রদান করবেন। এছাড়াও ১১ নভেম্বর প্রত্যাহার, ১২ নভেম্বর প্রতিক বরাদ্দ ও ২৮ নভেম্বর ভোটগ্রহণ। এই উপজেলার ১১ টি ইউনিয়নের ২ লাখ ২১ হাজার ৫ শত ৪০ জন ভোটার ১শত ৬টি কেন্দ্রে ৬শত ৪৬ বুথে ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap