শিরোনামঃ

আজ বুধবার / ১লা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ১৫ই মে ২০২৪ খ্রিস্টাব্দ / ৭ই জিলকদ ১৪৪৫ হিজরি / এখন সময় দুপুর ১:৫৭

জনসম্মুখে পুড়িয়ে ফেলা হলো নিষিদ্ধ কারেন্ট জাল

মোস্তাফিজুর রহমান, চাটমোহর (পাবনা) : পাবনার চাটমোহর উপজেলার অমৃতকুন্ডা (রেলবাজার) হাটে রোববার অভিযান চালিয়ে নিষিদ্ধ কান্টে জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় কারেন্ট জাল বিক্রির সাথে জড়িত থাকার দায়ে একজনকে আটক করে জরিমানা করা হয়।

অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকতেখারুল ইসলাম। তাঁকে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান ও থানা পুলিশ।

আটককৃত জাল বিক্রেতা হলেন নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার শিকারপুর গ্রামের আজমত আলীর ছেলে আঃ রহমান (৫০)। ভ্রাম্যমান আদালত তাকে ১ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া ১১০টি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। জালগুলোর আনুমানিক দাম ৩৫ হাজার টাকা বলে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান জানান।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap