শিরোনামঃ

আজ মঙ্গলবার / ২৪শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ৭ই মে ২০২৪ খ্রিস্টাব্দ / ২৮শে শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় সন্ধ্যা ৬:৪৪

চাটমোহর পৌরসভার দাপ্তরিক ও সেবা কার্যক্রম বন্ধ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের কারণে সারাদেশের মতো পাবনার চাটমোহর পৌরসভাতেও ১৩ দিন ধরে দাপ্তরিক ও সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। কর সংগ্রহ, নাগরিক সনদ প্রদান, ট্রেড লাইসেন্স, টিকাদান কর্মসূচী, জন্ম-মৃত্যু নিবন্ধনসহ দৈনন্দিন পৌর সেবা পাচ্ছেন না সাধারণ মানুষ।

রাষ্ট্রীয় কোষাগার হতে পেনশনসহ বেতন-ভাতা দেওয়ার দাবিতে ১৪ জুলাই থেকে কাজ বন্ধ রেখে রাজধানীর জাতীয় প্রেসকাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন চাটমোহর পৌরসভাসহ দেশের ৩২৮টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। চাটমোহর পৌরসভার ১৭ জন স্থায়ী কর্মকর্তা-কর্মচারী কেন্দ্রীয় আন্দোলনে অংশ নিতে ঢাকায় অবস্থান করছেন। তালাবদ্ধ করে রাখা হয়েছে পৌর ভবন।

পৌরসভার মেয়র মির্জা রেজাউল করিম দুলাল জানান, অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত পরিচ্ছন্ন কর্মীরা পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ করলেও পৌরসভার অন্যান্য সেবাসমূহে স্থবিরতা নেমে এসেছে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap