শিরোনামঃ

আজ সোমবার / ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ২০শে মে ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই জিলকদ ১৪৪৫ হিজরি / এখন সময় সকাল ৭:৫৫

চাটমোহর’-এ দু’দিন ব্যাপী ‘চিত্র প্রদর্শনী উদ্বোধন

এস,এ ফিরোজ, চাটমোহর অফিস : পাবনার চাটমোহর পৌর সদরের মাস্টারপাড়া মহল্লায় অবস্থিত ‘চিত্রগৃহ চাটমোহর’-এ ৩০ নভেম্বর সোমবার সকাল ১০টায় দু’দিন ব্যাপী ‘চিত্র প্রদর্শনী’র উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে চিত্র প্রদর্শনী’র শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সিনিয়র সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরিন। উদ্বোধন শেষে প্রদর্শনী’র চিত্র গ্যালারি পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

চিত্রগৃহ চাটমোহর-এর শিল্প পরিচালক বিশিষ্ট চিত্রকর ও অংকন শিক্ষক মানিক দাসের সভাপতিত্বে এবং চিত্রগৃহ চাটমোহর-এর ব্যবস্থাপনা পরিচালক জেমান আসাদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন- উদ্বোধক সিনিয়র সহকারি পুলিশ সুপার সজীব শাহরিন। আমন্ত্রিত অতিথি হিসেবে শুভেচ্ছা জ্ঞাপন করেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন, উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মাহবুবুর রহমান, জনতা ব্যাংক চাটমোহর শাখা’র ব্যবস্থাপক আলহাজ্ব মো: আহসান হাবীব, প্রবীণ শিক্ষাবিদ বিজয় ভৌমিক, প্রবীণ শিক্ষাবিদ অলোক কুন্ডু, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, অরবিটল লিংক স্কুল এন্ড কলেজ-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যক্ষ এম. এ. মতিন প্রমূখ।

উদ্বোধনী অায়োজনে চাটমোহর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু, পাবনা সরকারি বুলবুল কলেজের সহকারি অধ্যাপক খায়রুজ্জামান দিদার, চাটমোহর মহিলা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক অনুপ কুন্ডু, সহকারি শিক্ষা কর্মকর্তা আয়শা সিদ্দিকা, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রোকেয়া আজাদ, দৈনিক আমাদের বড়াল পত্রিকা সম্পাদক হেলালুর রহমান জুয়েল, চাটমোহর মহিলা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক তন্ময় কর্মকার তনু, বড়াল রক্ষা আন্দোলনের সদস্য সচিব এস. এম. মিজানুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী প্রবীর দত্ত চৈতন্য, সমাজকর্মী খন্দকার হোসনে আরা হাসি, চাটমোহর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সালাউদ্দিন ফিরোজ, চ্যানেল ২৪-এর পাবনা প্রতিনিধি শাহীন রহমান, সাংবাদিক ও শিক্ষক এম. এ. জিন্নাহ্, দৈনিক যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদার, দৈনিক কালেরকন্ঠ প্রতিনিধি আব্দুল লতিফ রঞ্জু, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি নুরুল ইসলাম মাষ্টার, দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি তোফাজ্জ হোসেন বাবু, সাংবাদিক তুষার ভট্টাচার্য্য, অরবিটল লিংক স্কুলের প্রধান শিক্ষক আব্দুল গফুর, নাট্যকর্মী বিপ্লব আচার্য্য প্রমূখ।

বিভিন্ন সাংগঠনের তরুণদের মধ্যে চাটমোহর ডিবেট ক্লাবের সভাপতি ওমর ফারুক, মোঃ আশিফুল ইসলাম অনন্ত, আশার আলো ফাউন্ডেশনের সভাপতি মো. শিমুল পারভেজ, স্টুডেন্টস্ থিয়েটার আর্ট-এর প্রতিষ্ঠাতা সভাপতি মাহদি ইয়ানুর মিথেল, নিউ হোপ ডেভেলমেন্ট সোসাইটির সভাপতি মো. জীবন খান, তারুণ্যের আলো’র সভাপতি মেহেদী হাসান মিলন, সহ-সাধারণ সম্পাদক দেবজিৎ কুন্ডু বাঁধন, ‘তারুণ্যের আলো সাহিত্য তরী’ পত্রিকা সম্পাদক আবু বকর সিদ্দিক সহ কচিকাঁচা আঁকিয়ে বন্ধুগণ এবং তাদের অভিভাবক ও অভিভাবিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

চলমান করোনা বিপর্যয়কালে ঘর বন্দি ক্ষুদে আঁকিয়েদের রঙ পেন্সিল ও রঙ তুলির আঁচড়ে অঙ্কিত প্রায় ৬ শতাধিক চিত্র সমন্বয়ে ‘চিত্র প্রদর্শনী’ আজ ৩০ নভেম্বর সোমবার ও আগামীকাল ১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে। দীর্ঘদিন পর এমন একটি আয়োজনে মুখে মাস্কযুক্ত বিভিন্ন বয়সি শিশু-কিশোরদের গুঞ্জরণে মুখরিত হয় ‘চিত্রগৃহ চাটমোহর’-এর সৃজনশীল অঙ্গণ।

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap