শিরোনামঃ

আজ রবিবার / ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ১৯শে মে ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই জিলকদ ১৪৪৫ হিজরি / এখন সময় রাত ৪:৪৩

চাটমোহরে জাতীয় মৎস্য সপ্তাহ পালন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ এ প্রতিপাদ্য নিয়ে পাবনার চাটমোহরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে সপ্তাহব্যাপী পালন করা হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। কর্মসূচীর মধ্যে ছিলো গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়, র‌্যালী, আলোচনা সভা, বিভিন্ন স্থানে মাছ চাষে উদ্বুদ্ধকরণ সভা, আলোকচিত্র প্রদর্শনি, ফরমালিন বিরোধী অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা।
সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এমপি। মঙ্গলবার এই সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমারের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আঃ হামিদ মাস্টার।
বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগৈর সাধারণ সম্পাদক মোঃ আঃ মালেক, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ ইছাহক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন প্রমূখ। অনুষ্ঠানে মৎস্য সেক্টরের বিভিন্ন অবদান রাখায় ৫ জনকে পুরস্কার প্রদান করা হয়।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap