শিরোনামঃ

আজ শনিবার / ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ১৮ই মে ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই জিলকদ ১৪৪৫ হিজরি / এখন সময় দুপুর ১:১৯

চাটমোহরে ‘ছেলেধরা’ গুজবে উদ্বিগ্ন অভিভাবকেরা, মাঠে নেমেছে প্রশাসন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : ‘ছেলে ধরা’ গুজবের কারণে অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন পাবনার চাটমোহর উপজেলার অভিভাবকেরা। প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কমে গেছে উপস্থিতির হার। গণপিটুনীতে আহত হয়েছেন নারীসহ তিন ব্যক্তি। উপজেলাবাসীকে আশ্বস্ত করতে এবং ‘ছেলে ধরা’ আতঙ্ক কাটাতে জনসচেতনতামুলক সভা করছে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।

অভিভাবকেরা বলছেন, শুধুমাত্র ‘ছেলে ধরা’ গুজবের কারণে নিজেদের শিশু সন্তান নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। সব সময় চোখে চোখে রাখতে হচ্ছে সন্তানকে। অনেকে ভয়ে সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন না। শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানের সঙ্গে যাচ্ছেন, আবার ছুটির পরে সন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছেন অনেকে। এতে সময় ও অর্থ দুইয়েরই অপচয় হচ্ছে। সন্তানকে বাড়ির বাইরে সমবয়সীদের সঙ্গে খেলতেও দিচ্ছেন না ভয়ে।
সুত্র জানিয়েছে, এখন পর্যন্ত ছেলে ধরা সন্দেহে এক নারীসহ তিনজনকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। এর মধ্যে একজনকে দেওয়া হয়েছে পুলিশের হাতে। যদিও গণপিটুনির শিকার হওয়া ব্যক্তিরা কেউই ‘ছেলেধরা’ ছিলেন না, জানিয়েছে পুলিশ। গুজব থেকে ঘটেছে এ ঘটনা। এদিকে ‘ছেলেধরা’ গুজবের বিষয়ে জনসচেতনতা বাড়াতে মাঠে নেমেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। স্কুল-কলেজ ও ইউনিয়ন পর্যায়ে সভা-সমাবেশ করছেন তারা।
বৃহস্পতিবার (২৫ জুলাই) চাটমোহর মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরিন। এর আগের দিন বিকালে মুলগ্রাম ইউনিয়নের রেল চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে আইনশৃঙ্খলা বিষয়ক সভা। সেখানে ‘ছেলে ধরা’ গুজবে কান না দেওয়ার জন্য এলাকাবাসীকে অনুরোধ করেন চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আ. হামিদ মাষ্টার, ইউএনও সরকার অসীম কুমারসহ অন্যরা।
চাটমোহর সরকারি কলেজে সচেতনতামূলক সভা করেছেন থানার ওসি সেখ মোঃ নাসীর উদ্দিন। রবিবার পৌর শহরের ডিএ জয়েন উদ্দিন স্কুলে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক সভা। থানার অন্য কর্মকর্তারা উপজেলার বিভিন্ন স্কুলে সভা করছেন। গুজবে কান না দেওয়ার জন্য মাইকিং করা হয়েছে। চাটমোহর সদরস্থ শালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আনোয়ারা খাতুন বলছিলেন, তার স্কুলেও উপস্থিতির হার কমে গেছে। প্রথম দিকে এর হার বেশি ছিল। গুজবের আগে স্কুলটিতে উপস্থিতির হার ছিল ৯০/৯৩ ভাগ। এখন সে হার দাঁড়িয়েছে ৮২/৮৪ ভাগ।
চাটমোহর উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আনোয়োর হোসেন বলেন, স্কুলগুলোতে উপস্থিতির হার কমে গেছে। শুরুতে বেশি কমলেও এখন উপস্থিতির হার একটু বাড়তে শুরু করেছে। ভয় কাটাতে শিক্ষার্থীদের কাছে গুজবের বিষয়টি পরিস্কার করছি আমরা ও শিক্ষকেরা। শিক্ষার্থীদের সঙ্গে এ বিষয়ে মতবিনিময় করছেন। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক কমছে।’

সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরিন বলেন, ‘ছেলেধরা’ আতঙ্ক কাটাতে ও সচেতনতা বাড়াতে আমরা পুলিশ কর্মকর্তারা স্কুল-কলেজগুলোতে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করছি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে সভা করছি। পুলিশের পক্ষ থেকে গুজবে কান না দেওয়ার জন্য মাইকিং করছি। তিনি এ বিষয়ে স্থানীয় সংবাদকর্মীদের সহযোগিতাও কামনা করেছেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap