শিরোনামঃ

আজ সোমবার / ১৬ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ২৯শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ / ২০শে শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় দুপুর ১২:৫৪

চাটমোহরে অনলাইন পত্রিকা ‘স্বাধীন খবর ডটকম’ প্রথম বর্ষপূর্তি উদযাপন

`চাটমোহর (পাবনা) প্রতিনিধি,, সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে মুক্তিযুদ্ধের চেতনায় ‘সত্য প্রকাশে অবিচল’ শ্লোগানে অনলাইন নিউজ পোর্টাল ‘স্বাধীন খবর ডটকম’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পাবনার চাটমোহর নতুন বাজার খেয়াঘাট জনতা ব্যাংকের নিজ তলা বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ে নানা আয়োজনে উদযাপন করা হয়েছে। প্রথম বর্ষপূর্তি ও দ্বিতীয় বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও গুনীজনদের সম্মাননা স্বারক প্রদান করা হয়।
পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও বীরমুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইছাহক আলী মানিক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. আব্দুল মালেক, সহকারি পুলিশ সুপার (চাটমোহর) সার্কেল সজীব শাহরীন, থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) সেখ মো. নাসীর উদ্দিন, ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল।
উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক সাংবাদিক শেখ সালাহ উদ্দিন ফিরোজের সঞ্চলনায় বক্তব্য দেন, উপজেলা কৃষকলীগের সভাপতি মো. আব্দুল মুন্নাফ, সাপ্তাহিক চলনবিলের আলো সম্পাদক রফিকুল ইসলাম রনি, ভাঙ্গুড়া রিপোর্টাস ইউনিটির সভাপতি আলহাজ্ব মো. আব্দুল খালেক, চাটমোহর ঔষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা জাসদ’এর সাধারন সম্পাদক সুজা উদ্দিন বিশ্বাস, সংগীত শিল্পী প্রভাষক আলী আহম্মেদ প্রমুখ।
এসময়ে চাটমোহর ঔষুধ ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব মো. হেলাল উদ্দিন, কাজী সমিতির সাধারন সম্পাদক আব্দুল মতিন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী, স্বাধীন খবর পত্রিকার নির্বাহী সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার আনিছুর রহমান, দৈনিক জাগরন চাটমোহর প্রতিনিধি মহিদুল ইসলাম, অধ্যাপক পিনাক ভট্টাচার্য্য, বিবিসি একাত্তর পাবনা জেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন বাবু, আটঘরিয়া প্রেসকাবের সাবেক সাধারন সম্পাদক মাসুদ রানা, কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক হাফিজ উদ্দিন, সাংবাদিক আব্দুল আজিজসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গুনীজনদের সম্মাননা স্বারক প্রদান করা হয়। মুক্তিযোদ্ধা হিসেবে জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও বীরমুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন, শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় অবসরপ্রাপ্ত শিক্ষক মো. ওয়াজেদ আলী ও প্রধান শিক্ষক আফছার আলী, সফল ব্যবসায়ী চাটমোহর ঔষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি রফিকুল ইসলাম, নজরুল ইসলাম মৃধা, কৃষিক্ষেত্রে আব্দুল কুদ্দুস, সাংবাদিকতায় সাপ্তাহিক চলনবিলের আলো সম্পাদক রফিকুল ইসলাম কে সম্মাননা স্বারক প্রদান করা হয়।
বক্তারা এসময়ে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। সততা, নিষ্ঠা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণ, অবস্থার প্রেেিত অসম সাহসী ভূমিকা পালন করে সাংবাদিকরা। অপশক্তিকে উপো করা- সংবাদকর্মীর কলমই বদলে দিতে পারে যেকোন সমাজ ব্যবস্থাকে।
বক্তারা আরো বলেন, একজন পরিপূর্ণ ও একনিষ্ঠ সংবাদকর্মী অবশ্যই অনৈতিক অর্থ লিপ্সা থেকে দূরে থাকে। একজন নীতিবান সংবাদকর্মী সাধারণ সকল শ্রেণী পেশার মানুষের কাছে যেমন আস্থাভাজন তেমনি অশুভ শক্তির কাছে ভীতিকর বলেই সংবাদ মাধ্যম জাতির বিবেক বলে বিবেচিত। কলম সৈনিকের কাছে যেকোন শক্তিই মাথানত করতে বাধ্য। মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছিলো অসীম ভূমিকা, সে সময় সাংবাদিকদেরও ভূমিকা ছিলো। প্রিন্ট পত্রিকার পাশাপাশি অনলাইন পত্রিকা গুলো সংবাদে সরবরাহে এগিয়েছে। যে কোনো সংবাদ এখন ঘরে বসে মানুষ পড়তে পারছে অনলাইন পত্রিকার মাধ্যমে। সরকার দূর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন। দূর্নীতিবাজ যত বড়ই হোক না কেন, নীতিবান সাংবাদিকরা সত্য ঘটনা লিখে দুর্নীতিবাজদের মুখোঁজ খুলে দিতে পারে। বক্তারা অনলাইন পত্রিকার সফলতা ও মঙ্গল কামনা করেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap