শিরোনামঃ

আজ বৃহস্পতিবার / ২রা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ১৬ই মে ২০২৪ খ্রিস্টাব্দ / ৮ই জিলকদ ১৪৪৫ হিজরি / এখন সময় রাত ৪:০৪

আজ অনলাইন নিউজ পোর্টাল ‘স্বাধীন খবর ডটকম’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

মোস্তাফিজুর রহমান/তোফাজ্জল হোসেন বাবু : আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) মুক্তিযুদ্ধের চেতনায় ‘সত্য প্রকাশে অবিচল’ শ্লোগানে অনলাইন নিউজ পোর্টাল ‘স্বাধীন খবর ডটকম’ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। নানা আয়োজনে প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হবে। পত্রিকাটির এক বছর গন্ডি পেরেয়ে দ্বিতীয় বছরে পা রাখলো। প্রথম বর্ষপূর্তি ও দ্বিতীয় বছরে পদার্পণ উপলক্ষে আজ সোমবার সকাল ১০ টায় পাবনার চাটমোহর নতুন বাজার খেয়াঘাট জনতা ব্যাংকের নিজ তলায় বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতেই বের হবে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা ও গুনীজনদের সম্মাননা স্বারক প্রদান। বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ২ জন শিক্ষক, সফল ব্যবসায়ী ২ জন, কৃষি ক্ষেত্রে অবদান রাখায় এক জন কৃষক ও সাংবাদিকতায় ২ জনকে সম্মাননা স্বারক প্রদান করা হবে। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন প্রত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি সমাজ সেবক মোঃ খলিলুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জ্ঞাপণ করেছেন,

জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও বীরমুক্তিযোদ্ধা অ.স.ম আব্দুর রহিম পাকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল হামিদ মাস্টার, সহকারি পুলিশ সুপার (চাটমোহর) সার্কেল সজীব শাহরীন, পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, জেলা পরিষদ সদস্য হেলাল উদ্দিন, সাইদুল ইসলাম পলাশ,

থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) সেখ মো. নাসীর উদ্দিন, ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন, সাপ্তাহিক বাঁশপত্র সম্পাদক শামীম হাসান মিলন, সাপ্তাহিক চলনবিলের আলো সম্পাদক রফিকুল ইসলাম রনি, অধ্যাপক পিনাক ভট্টাচার্য্য, সাপ্তাহিক অনাবিল সংবাদ পত্রিকার সম্পাদক ইকবাল কবীর রন্জু প্রমুখ। এসময়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিকসহ গস্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানায়, এক ঝাঁক তরুন সাংবাদিকদের নিয়ে অনলাইন নিউজ পোর্টালটি সংবাদ প্রকাশের ক্ষেত্রে নিরর্লস পরিশ্রম করে যাচ্ছেন। মুক্তিযুদ্ধের চেতনায় ‘সত্য প্রকাশে অবিচল’ শ্লোগানে দেশের অর্থনীতির মজবুত ভিত রচনায় অনলাইন পত্রিকাটি অঙ্গিকার বদ্ধ। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সবাই উপস্থিত হয়ে প্রোগামটি সাফল্যমন্ডিত করবেন বলে পত্রিকার সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম অনুরোধ করেছেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap