সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর ইসলামিয়া উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ৪ ঘণ্টায় পড়েছে মাত্র ১০ ভোট। রোববার সকাল ৮টা থেকে চৌহালী উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়। তবে ভোট দিতে ভোটারদের মধ্যে কোনো আগ্রহ দেখা যায়নি। ভোটার উপস্থিতিও কম। এ কারণে ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তারা অলস সময় কাটাচ্ছেন।
সরেজিমন দেখা গেছে, চৌহালী উপজেলার ১নং সদিয়া চাঁদপুর ইউনিয়নের এনায়েতপুর ইসলামিয়া উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে পুরুষ ভোটার সংখ্যা ২২৪৫। দুপুর ১২টার দিকে ওই কেন্দ্রের ৬নং বুথে মাত্র ১০টি ভোট পড়েছে। এ সময় ভোটকেন্দ্রে কোনো ভোটারকে উপস্থিত পাওয়া যায়নি।
একই চিত্র দেখা যায়, বেতিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে। সেখানেও ভোটার উপস্থিতি নেই। ৭নং বুথে সকাল ১০টা পর্যন্ত মাত্র ৬টি ভোট পড়েছে। ওই কেন্দ্রের মহিলা ভোটার সংখ্যা ৩০৫৫।
কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা কামরুল ইসলাম জানান, শুরু থেকে ভোটকেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। তবে ভোটারদের উপস্থিতি কম হওয়ায় অলস সময় কাটাতে হচ্ছে। এদিকে স্থানীয় বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে একদলের প্রার্থী অংশগ্রহণ করার ভোটাররা ভোট প্রদানের প্রতি আগ্রহ হারিয়েছে ফেলেছে। তাদের ধারণা, এ নির্বাচনে শুধু ক্ষমতাসীন দলের প্রার্থীরাই অংশগ্রহণ করছেন।
দলীয় মনোনীত প্রার্থী বিজয়ী হবে। এ জন্য ভোটাররা ভোট প্রদানে আগ্রহ দেখাচ্ছে না। এ বিষয়ে চৌহালী উপজেলা সহকারী রিটানিং কর্মকর্তা ইউএনও মুহা. আবু তাহির জানান, বিকাল ৪টা পর্যন্ত ভোট চলবে। যেহেতু এখনও অনেক সময় আছে, তাই আশা করছি ভোটার উপস্থিতি বাড়বে।