চাটমোহর প্রতিনিধি : সারাদেশের ন্যায় যথাযথ মর্যাদায় পাবনার চাটমোহরে আন্তজার্তিক মাতৃভাষা পালিত হয়েছে। দিবসটি পালনে সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোালন, কালো ব্যাচ ধারণ, প্রভাতফেরি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিবসের প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে উপজেলা পরিষদ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্যানেল চেয়ারম্যান ফিরোজা পারভীন, ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিমসহ কর্মকর্তাবৃন্দ। এরপর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠণ, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১, বিএনপি ও অঙ্গ সংগঠণ, প্রেসক্লাব, ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন সংগঠণ পুষ্পস্তবক অর্পণ করে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় শিশুদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল।