চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে শুক্রবার সকালে এক বৃদ্ধা মহিলার কাছ থেকে টাকা ও অন্যান্য জিনিসপত্র ছিনতাইয়ের অভিযোগে আক্কেল হোসেন (৪৫) নামে এক এক ব্যক্তিকে স্থানীয় জনতা গণধুলাই দিয়েছেন। সে রামচন্দ্রপুর গ্রামের তাহের প্রামনিকের ছেলে।
স্থানীয়রা জানায়, কুষ্টিয়ার জনৈক এক বৃদ্ধ মহিলা চাটমোহর রামচন্দ্রপুর গ্রামে আত্মীয় বাড়িতে বেড়াতে আসছিলেন। নতুনপাড়া বাজার এলাকায় আসলে আত্মীয় বাড়ি না চেনায় জনৈক ব্যক্তির সহযোগিতা চাওয়ায় সে পাশের একটি জঙ্গলে নিয়ে তাঁর কাছ টাকা ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত খুজে পাওয়ায় এলাকার জনতা তাকে গণধুলাই দেয়।