মোঃ মনিরুল ইসলাম, সিরাজগঞ্জ :সিরাজগঞ্জের হাটিকুমরুলে দৈনিক ডেল্টা টাইমস্ পত্রিকার ৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
রবিবার (১ই অক্টোবর) সকাল ১১ টায় হাটিকুমরুল প্রেসক্লাব হলরুমে সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ জাকির হোসাইন এই অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে হাটিকুমরুল প্রেসক্লাবের সভাপতি এস.এম সরোয়ার মোর্শেদ (পলাশ) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসাইন এর সঞ্চালনায অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক এবং হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর।
এ সময় হাটিকুমরুল প্রেসক্লাবের সকল সদস্য সহ স্থানীয় গনমাধ্যম কর্মী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেত্রীবৃন্দু ও গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে দৈনিক ডেল্টা টাইমস্ পত্রিকার ৫ তম বর্ষে পদার্পণ ও ৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।