শিরোনামঃ

আজ মঙ্গলবার / ১৭ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ৩০শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ / ২১শে শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় রাত ১:১৪

সিরাজগঞ্জ প্রয়াত নাসিমের জন্মদিনে স্বেচ্ছাসেবকলীগ নেতা আরিফ তালুকদারের ইফতার মাহফিল

মোঃ মনিরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও বিভিন্ন দপ্তরের সাবেক সফল মন্ত্রী প্রয়াত জননেতা আলহাজ্ব মোহাম্মদ নাসিম এমপির ৭৬ তম শুভ জন্মদিন উপলক্ষে কোরআন খতম, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷
বুধবার বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগ সলঙ্গা থানা শাখার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তালুকদারের উদ্যোগে নুরজাহান গনি এতিমখানা ও দারুল কোরআন কওমি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সাথে পৃথক পৃথক ভাবে ইফতার এবং কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷
এসময় উপস্থিত ছিলেন সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম- সাধারন সম্পাদক মো:সোহেল রানা,হাটিকুমরুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মঈন উদ্দিন, যুগ্ম-আহব্বায়ক আব্দুল্লাহ আল ইমরান, সৌরভ খান, ধুবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মান্নান তালুকদার, নলকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম এম মুনসুর আলী, সলংগা থানা ছাত্রলীগের সহ- সভাপতি এসএস সবুজ আহাম্মেদ, এস এম জুয়েল রানা,সাংগঠনিক সম্পাদক মো:সোহেল রানা, হাটিকুরুল শ্রমিক লীগের সভাপতি আজিজুল বারী সুমন, হাটিকুমরুল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু সায়েম, হাটিকুমরুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের মোঃ মোখলেছ৷
হাটিকুমরুল ইউনিয়ন ছাত্রলীগের কর্মী, শইব আহমেদ সবুজ, রিফাত, নয়ন, সবুজ প্রমুখ।

উপস্থিত নেতাকর্মীরা এ সময় মরহুম আলহাজ্ব মোহাম্মদ নাসিম এর স্মৃতি চারণ করতে গিয়ে বলেন, “মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের রাজনীতির এক কিংবদন্তী। রাজনীতিতে তার চরিত্র ছিলো সাহসিকতায় ভরপুর। তিনি ছিলেন, সত্যিকারের জননেতা। সিরাজগঞ্জ তথা সারা বাংলাদেশের তিনি ছিলেন আশার আলোর বর্তিকা।
তার অনুপস্থিতিতে তার জম্মদিন পালন করা অত্যন্ত কষ্টের ও বেদনাদায়ক।
সিরাজগঞ্জ বাসিকে যমুনা নদীর ভাংগনের হাত থেকে রক্ষা করে সিরাজগঞ্জ কে করেছেন সমৃদ্ধ। বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন তিনি৷
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মোহাম্মদ নাসিম ১৯৪৮ সালের ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলায় জাতীয় চার নেতার অন্যতম শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী ও মা মোসাম্মাত আমেনা মনসুরের ঘরে জন্মগ্রহণ করেন। ২০২০ সালে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর স্ট্রোকে মোহাম্মদ নাসিমের জীবন সংকটাপন্ন হয়ে উঠেছিল, সেই সংকট আর কাটেনি। দীর্ঘ ১০ দিন ধরে হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২০২০ সালের ১৩ জুন মারা যান রাজনীতির এই উজ্জ্বল নক্ষত্র।
মোহাম্মদ নাসিম জগন্নাথ কলেজ (বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়) থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন। ষাটের দশকে ছাত্র আন্দোলনের সক্রিয় নেতা মোহাম্মদ নাসিম স্বাধীনতার পর ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর হাতে গড়া যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দীর্ঘ ২১টি বছর সামরিক ও খালেদা জিয়া-বিরোধী আন্দোলনে রাজপথের সাহসী যোদ্ধা ছিলেন মোহাম্মদ নাসিম। ১৯৯১ সালের সংসদে বিরোধী দলের প্রধান হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এরপর ১৯৯৬, ২০০১, ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন মোহাম্মদ নাসিম।

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap