শিরোনামঃ

আজ বৃহস্পতিবার / ২রা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ১৬ই মে ২০২৪ খ্রিস্টাব্দ / ৮ই জিলকদ ১৪৪৫ হিজরি / এখন সময় রাত ৪:০৬

সিরাজগঞ্জে একটি বাড়ীর গাছ থেকে ৯ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

মনিরুল ইসলাম, সিরাজাগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার কান্দাপাড়া চরনবীপুর গ্রামে মোঃ রেজাউল করিমের বাড়ীর গাছ থেকে এক অজগর সাপ উদ্ধার করেছে। পরে সাপটি দি বার্ড সেফটি হাউজের সংগঠনের সদস্যরা তাদের হেফাজতে নিয়েছেন। এলাকাবাসী জানান, শনিবার (১৯ অক্টোবর) বেলা ১২ দিকে বাড়ীর বাহিরে দেখে গাছের উপর একটি অজগর সাপ জড়িয়ে রয়েছে।

পরে সোহেল আকন্দ ফোন করে দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাসকে জানায়। পরে মামুন বিশ্বাস ও ইমন ঘটনাস্থলে উপস্থিত হন। এদিকে এই অজগর সাপের কথা এলাকায় ছড়িয়ে পড়লে জনতার টল নামে। স্থানীয় ওই সাপটিকে বস্তাবন্দি করে নিজেদের হেফাজত রাখেন সংগঠন টি। সাপটি উদ্ধারে অংশ গ্রহন করেন, স্হানীয় যায়যায় দিন পত্রিকার সাংবাদিক জহুরুল ইসলাম, চ্যানেল এস টিভির সাংবাদিক পারভেজ আলী ও সোহেল আকন্দ ।

এ বিষয়ে দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস বলেন, আমি ও ইমন সাপটি ধরার জন্য গাছের উপরে উঠি । এ সময় ইমন গাছের ঠাল কেটে দিলে সাপটি নিচে জালের মধ্য পড়ে যায়। সাপটি ৯ ফুট লম্বা। তখন মামুন বিশ্বাস এটিকে চটের বস্তায় রাখা হয়। মামুন আরো জানান, বন্যপ্রাণী রক্ষা করা আমাদের সবার দ্বায়িত্ব। বন্যপ্রাণী প্রকৃতি ও সংরক্ষন রাজশাহী বিভাগীয় পরির্দশক জাহাঙ্গীর কবিরের নির্দেশ হৃষীকেস চন্দ্র রায়, ভারপাপ্ত কর্মকর্তা এসএফএনটিসি সিরাজগঞ্জ এর কাছে অজগর সাপটি হস্তান্তর করা হয়। সিরাজগঞ্জ বঙ্গবন্ধু ইর্কো পার্কে অজগর সাপটি ছেড়ে দেওয়া হবে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap