শিরোনামঃ

আজ শনিবার / ১৪ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ২৭শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ / ১৮ই শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় রাত ৮:২০

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে পাবনায় সাংবাদিকদের মানববন্ধন

পাবনা প্রতিনিধি : বাংলানিউজের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে পাবনায় দ্বিতীয় দিনের মতো মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ জুন) দুপুরে শহরের আব্দুল হামিদ সড়কের পাবনা প্রেসক্লাবের সামনে প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে জেলায় কর্মরত প্রায় শতাধিক সংবাদকর্মীরা অংশ নেন। পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, সহ-সভাপতি মির্জা আজাদ, সাবেক সহ-সভাপতি কামাল আহম্মেদ সিদ্দিকী, সাবেক সম্পাদক আহম্মেদ-উল হক রানা,

বাংলাভিশনের জেলা প্রতিনিধি আখিনূর ইসলাম রেমন, একুশে টিভি ও মানবজমিন প্রতনিধি রাজিউর রহমান রুমি, পাবনা রিপোটার্স ইউনিটির সাবেক সম্পাদক কাজী মহাবুব মোর্শেদ বাবলা, দ্যা ডেইলি স্টারের বিশেষ প্রতিনিধি হুমায়ুন কবির তপু, নাগরিক টিভির জেলা প্রতিনিধি জিকে সাদী, আরটিভির জেলা প্রতিনিধি আবুল কামাল, সংবাদ সংস্থা বাসসের প্রতিনিধি রফিকুল ইসলাম সুইটসহ অনেকে।

মানববন্ধন পরিচালনা করেন বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট মুস্তাফিজুর রহমান।

এসময় বক্তারা নাদিম হত্যার প্রতিবাদ জানান এবং দোষীদের দ্রুত বিচারের দাবি জানান।

এর আগে বুধবার (১৪ জুন) রাতে বাড়ি ফেরার পথে বকশিগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যান। এ অবস্থায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর অপকর্ম নিয়ে নিউজ করার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি করেছেন নাদিমের স্বজনরা।

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap