শিরোনামঃ

আজ শুক্রবার / ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ১৭ই মে ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই জিলকদ ১৪৪৫ হিজরি / এখন সময় বিকাল ৩:৩১

সাঁথিয়ায় ভাড়াটিয়া দিয়ে জমি দখলের চেষ্টা, মোটর সাইকেল আটক

সাঁথিয়া ( পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় ভাড়াটিয়া দিয়ে জমি দখল নেয়ার চেষ্টা। এ সময় ভাডাটিয়া লোকজন দিয়ে প্রতিপক্ষ বিরোধকৃত জমিতে বাঁশের ঝাড় দখল নেবার চেষ্টা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ও ভারাটিয়া বাহিনীর ৭টি মোটরসাইকেল আটক করে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার খয়ের বাড়িয়া গ্রামে।
জানা যায়, উপজেলার খয়েরবাড়িয়া গ্রামের হাচেন আলী মোল্লার সাথে দীর্ঘদিন ধরে সাকেন মোল্লাদের প্রায় ৩.৪৫ একর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ওই জমি প্রতিপক্ষ সাকেন মোল্লা দাবী করে তার ওয়ারিশগণ মামলা করেন। বিজ্ঞ আদালত ওই জমি হাচেন মোল্লা ও তার ওয়ারিশদের নামে রায় দেন। পূণরায় সাকেন মোল্লা গং ওই রায়ের বিপক্ষে সানি মামলা করলে সেটাতেও হাচেন মোল্লা গ্রুপের পক্ষে রায় দেন আদালত। রায় পেয়ে হাচেন গং তাদের ওয়ারিশদের মাঝে বাটোয়ারা করেন এবং যথারীতি খাজনা খারিজ করে ভোগ দখল করে আসছেন। এ নিয়ে সোমবার সাঁথিয়া থানায় এক শালিশী বৈঠাকে হেরে গিয়ে মঙ্গলবার সাকেন গং প্রায় ৪০-৫০জন ভাড়াটিয়াদের নিয়ে দেশি অস্ত্রে সজ্জিত হয়ে ওই জমি দখলের চেষ্টা করে এবং বাঁশ ঝাড় কাটতে থাকে। এ খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভাড়াটিয়াদের ব্যবহৃত ৭টি মোটর সাইকেল আটক করেন। এলাকাবাসীর ধারণা যে কোন মহুর্তে এ জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা রয়েছে। এুবষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
হাছেন মোল্লার ওয়ারিশ আব্দুল মালেক বলেন, আমরা ওয়ারিশগণ আদালতের রায় পেয়ে ওই জমির খাজনা খারিজ করে ভোগ দখল করছি। অথচ তারা গতকাল ভাড়াটিয়া লোকজন নিয়ে এসে জমি দখলের চেষ্টা করে।
এ বিষয়ে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, বিবদমান দুগ্রুপের জমি দখলের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। ঘটনাস্থল থেকে ৭টি মটর সাইকেল আটকের বিষয়ে বলেন,কে বা কারা কোন কারণে মোটরসাইকেল নিয়ে এখানে এসেছিল বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap