শিরোনামঃ

আজ বুধবার / ১লা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ১৫ই মে ২০২৪ খ্রিস্টাব্দ / ৭ই জিলকদ ১৪৪৫ হিজরি / এখন সময় বিকাল ৫:৩৩

ষড়যন্ত্রকারীরা পেছন দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় : আব্দুর রহমান

পাবনা প্রতিনিধি : যড়যন্ত্রকারীরা এখনও থেমে নেই। তারা পেছন দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। নির্বাচন ছাড়া অন্য কোনো পথে ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পাবনার ঈশ্বরদী উাপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আব্দুর রহমান বলেন, বিএনপি ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এজন্য তারা বিভিন্ন সময়ে নানারকম কৌশল গ্রহণ করছে। একসময় তারা বঙ্গবন্ধুর ভাষ্কর্য নিয়ে সারাদেশে তান্ডব চালিয়েছিল। তাদের প্রধান লক্ষ্য শেখ হাসিনার সরকারকে উৎখাত করা। এই দেশে সংবিধান মতে নিরপেক্ষভাবে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ যাদের ম্যান্ডেট দেবে তারাই ক্ষমতায় আসবে। আর কোনো ষড়যন্ত্র হলে আওয়ামীলীগের কর্মীরা তাদের সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দেবে।

এর আগে ঈশ্বরদী আলহাজ¦ টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশন উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল। প্রধান বক্তারা বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামীলীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। বঙ্গবন্ধু মানে আওয়ামী লীগ, আওয়ামী লীগ মানেই স্বাধীনতা। দুঃশাসনের বিরুদ্ধে যিনি সোচ্চার, তার আরেক নাম শেখ হাসিনা। জামাত বিএনপির প্রেতাত্মাদের হোতা তারেক রহমান বিদেশের মাটিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে দলীয় নেতাকর্মীদের সোচ্চার থাকতে আহবান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, মেরিনা জাহান কবিতা, আব্দুল আওয়াল শামীম, বেগম আক্তার জাহান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাবনা-১ আসনের সাংসদ অ্যাডভোকেট শামসুল হক টুকু, পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেন।

বিশেষ বক্তার বক্তব্য দেন, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির ও পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক প্রকৌশলী আব্দুল আলীম, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, জেলা পরিষদের সাবেক প্রশাসক এম সাইদুল হক চুন্নু, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সদস্য শিল্পপতি জালাল উদ্দিন তুহিন, পাবনা পৌরসভার সাবেক মেয়র কামরুল হাসান মিন্টু, জেলা যুবলীগের আহবায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি, জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট শেফালী খানম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু, সম্পাদক ইঞ্জিনিয়ার রুহুল আমিন, ঈশ্বরদী পৌর মেয়র ইছাহক আলী মালিথা, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাকিবুর রহমান কনক, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, আওয়ামীলীগ নেতা গালিবুর রহমান শরীফ গালিব, যুবনেতা দোলন বিশ্বাস প্রমুখ।

সম্মেলনের প্রথম পর্বের সঞ্চালনা করেন জেলা আওয়ামীলীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার সৈয়দ আলী জিরু। সম্মেলনে কেন্দ্রীয়, জেলা, উপজেলাসহ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। বিকেলে বাংলাদেশ ইক্ষু গবেষণা ইন্সটিটিউট মিলনায়তনে কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা।

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap