শিরোনামঃ

আজ শনিবার / ২১শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ৪ঠা মে ২০২৪ খ্রিস্টাব্দ / ২৫শে শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় রাত ২:০৬

লকডাউনে চাটমোহরে সড়ক ও মহাসড়কে কঠোর অবস্থানে প্রশাসন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউনের প্রথম দিনে সরকারি বিধি নিষেধ বাস্তবায়নে পাবনার চাটমোহরে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। সড়ক ও মহাসড়কে সকল গণপরিবহণ বন্ধ রয়েছে। স্থানীয়ভাবে কিছু অটোভ্যান চলাচল করলেও তা তল্লাশী করা হচ্ছে। পৌর শহরসহ উপজেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কে চেক পোস্ট স্থাপন করেছে পুলিশ। দোকানপাট, শপিংমল বন্ধ রয়েছে। যারা প্রয়োজনে রাস্তায় বের হচ্ছেন, তাদেরকে চেকপোস্টে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জেলা শহরের সাথে উপজেলার যোগাযোগ ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার পহেলা জুলাই আষাঢ়ের বৃষ্টির মধ্যেও থানা পুলিশ সড়ক ও সহাসড়কে দায়িত্ব পালন করেছে। উপজেলা প্রশাসন মাঠে রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে অভিযান পরিচালনা করা হচ্ছে। উপজেলা শহরের বেশীরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান খোলা রয়েছে। থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আনোয়ার হোসেন জানায়, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে পুলিশ সব সময় কাজ করছে। সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন বলেন, আমরা সার্বক্ষনিক মাঠে রয়েছি। চেকপোস্ট বসানো হয়েছে। অযথা বাইরে বের হওয়া মানুষদের বুঝিয়ে বাড়িতে পাঠানো হচ্ছে।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম বললেন, এবার করোনা পরিস্থিতি খুবই উদ্বেগজনক। আমাদের উপর যে নির্দেশনা এসেছে, তা কার্যকর করতে আইন অনুযায়ী কাজ করছি। তিনি এ ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap