শিরোনামঃ

আজ সোমবার / ২৩শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ৬ই মে ২০২৪ খ্রিস্টাব্দ / ২৭শে শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় রাত ৩:৪৭

রৌমারীতে জমা-জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ১০ জন

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারীতে জমা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় বসতবাড়ি ভাঙচুর,

ঘরে প্রবেশ করে মালামাল লুটতরাজ, মহিলাকে বিবস্ত্র করে স্বর্ণালঙ্কার ছিনতাইসহ ১০জনকে গুরুত্বর
আহত করার অভিযোগ উঠেছে। এঘটনা রৌমারী উপজেলার সদর ইউনিয়নের চর ইজলামারী গ্রামের সমেজ
উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলমের বাড়িতে ঘটে। এব্যাপারে জাহাঙ্গির আলম (৫৫) বাদি হয়ে শনিবার রাতে
১২ জনকে অজ্ঞাতনামা করে ১৪জনের নাম উল্যেখ করে রৌমারী থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
থানায় অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৫টার দিকে জাহাঙ্গির আলম তার বসতবাড়িতে
একটি থাকার ঘর নির্মাণ করছিলো। পশ্চিমের জমি একই গ্রামের অভিযুক্ত ১নং বিবাদি আজাদ মিয়া
(৬০) এর হওয়ায় উক্ত ঘরের ছায়া তার জমিতে পড়ার অযুহাত দেখিয়ে জমা-জমি সংক্রান্ত পূর্ব শত্রæতার জের
ধরে আজাদ মিয়ার নেতৃত্বে ২৫/৩০ জন এসে গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ২টি থাকার ঘর ভাঙচুর ও
ঘরে প্রবেশ করে লুটতরাজ করে। পরে ঘরে এবং বাহিরে অবস্থানরত নারি-পুরুষদের অকথ্য ভাষায় গালিগালাজ
করতে থাকলে তারা মৌখিকভাবে প্রতিহত করার চেষ্টা করতে থাকে। এতে তারা অতি ক্ষিপ্ত হয়ে বিলকিস
খাতুন (২২) কে বিবস্ত্র করে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় ও বাকি ৯জন মহিলা-পুরুষের উপড় হামলা করে
এলোপাথারিভাবে মারপিট করতে থাকে। এসময় স্থানীয়রা চিৎকার চেচামেচির আওয়াজ শুনে ছুটে এসে
তাদের উদ্ধার করে রৌমারী স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ বলেন, অভিযোগের প্রেক্ষিতে ঘটনার দিন পুলিশ
পাঠিয়ে প্রাথমিকভাবে তদন্ত করা হয়েছে। এতে কিছু সত্যতা পাওয়া গেছে। এখনো তদন্ত চলছে তদন্ত
শেষ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap