শিরোনামঃ

আজ সোমবার / ১৬ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ২৯শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ / ২০শে শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় দুপুর ১:২৩

রূপপুর স্টেশন ও নতুন ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পাবনা প্রতিনিধি : ব্রিটিশ আমলে নির্মিত প্রায় ৩৫ বছর ধরে বন্ধ থাকা বিনা পয়সার সেই ট্রেন ‘পাইলট’ চলাচলের বন্ধ থাকা রেল লাইন সংস্কার করে এবার সেই লাইন দিয়ে নতুন ট্রেনের আনুষ্ঠানিক চলা শুরু হলো নতুন স্টেশনে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ভার্চুয়ালি বাঁশি বাজিয়ে ও সবুজ পতাকা উড়িয়ে উদ্বোধন করলেন নতুন এই ট্রেনের। একই সাথে ‘রূপপুর স্টেশন’ নামে নতুন একটি রেলওয়ে স্টেশনেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার গণভবন থেকে প্রধানমন্ত্রী কর্তৃক ঈশ্বরদীর এই নতুন স্টেশন ও নতুন ট্রেনের উদ্বোধন উপলক্ষ্যে রূপপুর স্টেশন চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, পাবনার সংরক্ষিত আসনের এমপি নাদিরা ইয়াসমিন জলি, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম পাকন, পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন,

পশ্চিমাঞ্চল রেলের জিএম অসিম কুমার তালুকদার, ঈশ্বরদী-রূপপুর বিদ্যুৎ কেন্দ্র রেললাইন প্রকল্পের প্রকল্প পরিচালক পশ্চিম রেলের প্রধান প্রকৌশলী আসাদুল হকসহ রেলের পশ্চিমাঞ্চল ও বিভাগীয় উর্ধতন কর্মকর্তাগণ, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, ইউএনও পিএম ইমরুল কায়েস ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সূধীবৃন্দ।

পাকশী রেলওয়ে বিভাগ সূত্রে জানা গেছে, নতুন এই রেল স্টেশনটি ঈশ্বরদীর রূপপুরে বাস্তবায়নাধীন দেশের সর্ববৃহৎ মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মান প্রকল্পের মালামাল ও যন্ত্রপাতি রেলপথে প্রকল্প এলাকায় পৌঁছানোর সুবিধার্থে নির্মিত হয়েছে।

নতুন এই রেলওয়ে স্টেশন ও পরিত্যাক্ত সেই রেললাইন সচল করে সে পথে আবারো ট্রেন চলাচল শুরু হলো। এই স্টেশন ঘিরে নির্মিত হয়েছে ২৬ কিলোমিটার নতুন রেললাইন।

এতে ব্যায় হয়েছে ৩৩৫ কোটি ৬৮ লাখ টাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের জন্য সুষ্ঠ পরিবহণ ব্যবস্থা স্থাপনের লক্ষ্যে ঈশ্বরদী বাইপাস টেকঅফ পয়েন্ট থেকে রূপপুর প্রকল্প পর্যন্ত রেল যোগাযোগ স্থাপন করতে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে বলে জানান ঈশ্বরদী-রূপপুর বিদ্যুৎ কেন্দ্র রেললাইন প্রকল্পের প্রকল্প পরিচালক আসাদুল হক।

 

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap