শিরোনামঃ

আজ শুক্রবার / ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ১৭ই মে ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই জিলকদ ১৪৪৫ হিজরি / এখন সময় বিকাল ৪:৫৮

রাজশাহীতে প্রয়োজনীয় সবই করবেন প্রধানমন্ত্রী,ড.মশিউর

নাজিম হাসান, রাজশাহী প্রতিনিধি : শহর রার জন্য নদী শাসনের মাধ্যমে পদ্ম নদীর নাব্যতা ফিরিয়ে আনা এবং আন্তর্জাতিক নৌবন্দর প্রতিষ্ঠার ল্েয পদ্মা নদীতে ড্রেজিং বিষয়সহ রাজশাহীর জন্য প্রয়োজনীয় সবই করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টার দপ্তরে রাজশাহী সিটি মেয়র খায়রুজ্জামান লিটনের সাথে আলাপ-চারিতায় একথা বলেন ড. মসিউর রহমান।

রাজশাহী শহর রার জন্য নদী শাসনের মাধ্যমে নদীর নাব্যতা ফিরিয়ে আনা এবং আন্তর্জাতিক নৌবন্দর প্রতিষ্ঠার ল্েয পদ্মা নদীতে ড্রেজিং বিষয়ে দুপুরে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানের সাথে রাজশাহী সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠককালে ড্রেজিংয়ের মাধ্যমে পদ্মা নদীর নাব্যতা ফিরিয়ে আনা এবং নদী বন্দর প্রতিষ্ঠার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন ড. মসিউর রহমান।

এ সময় পানি উন্নয়ন বোর্ড এর প্রধান প্রকৌশলী (ড্রেজার) প্রকৌশলী মোঃ আব্দুল ওহাব ড্রেজিং কাজের প্ল্যান মেয়র খায়রুজ্জামান লিটনকে দেখান। এসময় বৈঠককালে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক নীলিমা আকতার, পানি উন্নয়ন বোর্ড এর প্রধান প্রকৌশলী (ড্রেজার) প্রকৌশলী মোঃ আব্দুল ওহাব, তত্ত্ববধায়ক প্রকৌশলী (ড্রেজার) প্রকৌশলী গোলাম সারওয়ার প্রমুখ।প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছেই ইতোমধ্যে রাজশাহীর পদ্মা নদীতে ড্রেজিং কাজ শুরু হয়েছে। ড্রেজিংয়ের মাধ্যমে নদীর নাব্যতা ফিরিয়ে এনে আন্তর্জাতিক নৌবন্দর প্রতিষ্ঠা হলে ভারতে মালামাল আমদানি-রপ্তানি সহজ হবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটার মাধ্যমে রাজশাহীর অর্থনৈতিক প্রবাহ ব্যাপকভাবে বৃদ্ধি হবে।

এছাড়া,এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের স্বপ্নের রাজশাহী গড়ার জন্য যা যা প্রয়োজন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবই করবেন বলে জানান প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান।#

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap