শিরোনামঃ

আজ শনিবার / ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ১৮ই মে ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই জিলকদ ১৪৪৫ হিজরি / এখন সময় দুপুর ১:১৯

রাজশাহীতে পদ্মায় ধীরে ধীরে পানি বাড়ছে

নাজিম হাসান, রাজশাহী প্রতিনিধি:  বর্ষা আসার পর পরই পদ্মার পানি বাড়তে শুরু করেছে। প্রতিদিনই পাহাড়ী ঢলে পদ্মাতে পানি বাড়ছে। এসময় নদীতে এরই মধ্যে বয়ে যাচ্ছে স্রোত। ফলে মধ্য চর ও নদী তীরে বসবাসরতরা ক্রমেই উদ্বিগ্ন হয়ে উঠছেন। সকালে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) দেয়া তথ্যানুযায়ী গত ২৪ ঘন্টায় ২৫ সেন্টিমিটার বেড়েছে পদ্মার পানি। মঙ্গলবার সকাল ১০ টায় ছিল ১০ দশমিক ৬২।

রাজশাহীতে পদ্মার বিপদসীমা হচ্ছে ১৮ দশমিক ৫০ সেন্টিমিটার। গত বছরের ১৭ সেপ্টেম্বর রাজশাহীতে পদ্মার পানির সর্বোচ্চ উচ্চতা ছিল ১৭ দশমিক ৩৪ সেন্টিমিটার। ছুঁই ছুঁই করলেও এর পর আর পদ্মার পানি বাড়েনি। ১৮ সেপ্টেম্বর থেকে পানি কমতে শুরু করে। এভাবে প্রতিদিনই পানি বাড়ছে।গত ২ জুলাই রাজশাহীতে পদ্মানদীর পানির উচ্চতা মাপা হয়েছিল ১০ দশমিক ৭৮ সেন্টিমিটার।

মূলত ওই দিন থেকেই পদ্মায় পানি বাড়তে শুরু করে। তবে পরদিন থেকে আবার পানি কমতেও থাকে। পাউবো অতীতের পরিসংখ্যান টেনে জানিয়েছে এ নিয়ে উৎকণ্ঠা থাকলেও এখনই আতঙ্কের কিছু নেই। এখনই আশঙ্কার কিছু নেই। পানি বাড়লেও বিপদসীমা অতিক্রম করতে পারবে না।তবে টি-বাঁধ তিগ্রস্ত হতে পারে। এজন্য তাদের আগাম প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে পাউবো।

২০১৬ সালের ২৮ আগস্ট রাজশাহীতে পদ্মার পানির প্রবাহ উঠেছিল সর্বোচ্চ ১৮ দশমিক ৪৬ সেন্টিমিটার। এরপর আর বাড়েনি। বরং পরদিন ২৯ আগস্ট থেকে পদ্মার পানি আবারও ধীরে ধীরে কমতে শুরু করে।গেল ১৭ বছরে রাজশাহীতে পদ্মা নদীর পানি বিপদসীমা ১৮ দশমিক ৫০ অতিক্রম করেছে মাত্র দুই বার। এর মধ্যে ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত টানা ৮ বছর রাজশাহীতে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করেনি।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap