শিরোনামঃ

আজ শনিবার / ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ১৮ই মে ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই জিলকদ ১৪৪৫ হিজরি / এখন সময় বিকাল ৫:০০

রাজশাহীতে গ্রেফতারকৃত সাবেক ব্যাংক ব্যাবস্থাপকের মুক্তির দাবিতে মানববন্ধন

নাজিম হাসান, রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কবি আরিফুল হক কুমারের মুক্তির দাবি জানিয়েছে রক্ষা সংগ্রাম পরিষদ ও মুক্তিযোদ্ধা মঞ্চ। শুক্রবার সকালে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমবেশ থেকে তার মুক্তি দাবি করা হয়। কবি আরিফুল হক কুমার একটি ব্যাংকের ব্যবস্থাপক ছিলেন। একটি লেনদেন নিয়ে ব্যাংক কর্তৃপরে দায়ের করা মামলায় গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তার বিরুদ্ধে অভিযোগ, জাল কাগজ হওয়া স্বত্বেও এক ঠিকাদারকে ঋণ দিয়েছেন তিনি। এ মামলায় রাজশাহীর রাকা এন্টার প্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী রফিকুল ইসলামকেও আসামি করা হয়েছে। তবে তিনি এ পর্যন্ত গ্রেপ্তার হননি। আরিফুল হক কুমারের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা বলেন, আরিফুল হক কুমার রাজশাহীর বিশিষ্ট ব্যক্তিত্ব। স্বনামধন্য কবি। তিনি বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদকও।

এছাড়া রাজশাহীতে কবি লেখকদের বৃহত্তর সংগঠন কবিকুঞ্জের সাধারণ সম্পাদক তিনি। অথচ তাকে সাধারণ অপরাধীদের মতো হাতকড়া পরিয়ে ধরে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় রাজশাহীর সংস্কৃতিমনা মানুষ বিস্ময় প্রকাশ করেছেন। বক্তারা বলেন, আরিফুল হক কুমার একজন সজ্জন ব্যাক্তি। ব্যাংকের লেনদেনে ভুল হতে পারে। তাই বলে তাকে টেনে হিচড়ে নিয়ে যাওয়ায় সচেতন মানুষের মধ্যে চরম উদ্বে¦গের সৃষ্টি হয়েছে।

মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা বলেন, মূল অপরাধী রফিকুল ইসলামকে গ্রেপ্তার না করে আরিফুল হক কুমারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আাত্মপ সমর্থনেরও সুযোগ দেওয়া হয়নি। মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সহসভাপতি ডা. আব্দুল মান্নান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি নুরুল ইসলাম মতিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক প্রফেসর ড. সুজিত সরকার, মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম, কবিকুঞ্জের সদস্য মাজেদা আক্তার বিথী, সেক্টর কমান্ডার ফোরামের সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, প্রকৌশলী খাজা তারেক, বরেন্দ্র কলেজের অধ্য আলমগীর মালেক, আইনজীবী এন্তাজুল হক বাবু প্রমুখ।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap