শিরোনামঃ

আজ শনিবার / ২১শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ৪ঠা মে ২০২৪ খ্রিস্টাব্দ / ২৫শে শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় বিকাল ৫:৪২

মিরাক্কেলখ্যাত অভিনেতা আবু হেনা রনি’র বন্ধুর গাড়িতে হামলায় গ্রেফতার

মোঃ মাসুদ রানা, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি . নাটোরের গুরুদাসপুরে মিরাক্কেল খ্যাত জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা আবু হেনা রনি’র বন্ধুর গাড়িতে হামলা চালিয়ে তার দুই বন্ধুকে মারধর করে জখম করার অভিযোগ পাওয়া গিয়েছে। শুক্রবার রাত আনুমানিক ৭টার সময় উপজেলার চাঁচকৈড় বাজারে অবস্থিত আনন্দ সিনেপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুদাসপুর পৌরসভার গারিষাপাড়া মহল্লার মৃত্য জমিন মোল্লার ছেলে চাতাল ব্যবসায়ী মোঃ ছাবলু মোল্লাসহ ৫ জন এবং অজ্ঞাত আরো ৫ থেকে ৭ জনের নামে রনি’র বন্ধু তহুরুল ইসলাম বাদি হয়ে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টায় মামলা দায়ের করেছেন। রনি’র সাথে থাকা আহত দুই বন্ধু মোঃ তহুরুল ইসলাম (৩৬) ও রাজু আহম্মেদ (৩৫) এর বাড়ি পাশ্ববর্তী সিংড়া উপজেলার বিলদহর গ্রামে।

অভিনেতা আবু হেনা রনি জানান, শুক্রবার সন্ধ্যায় আবু হেনা রনিসহ তার চারজন বন্ধু আনন্দ সিনেপ্লেক্সে সিনেমা দেখার জন্য এসেছিলেন। তার বন্ধু রাজু আহম্মেদের প্রাইভেটকারটি রাস্তার পাশে পার্কিং করে তিনি সিনেমা হলের গেটের সামনে দাড়িয়ে তার বন্ধুদের সাথে গল্প করতে ছিলো। এসময় অপর একটি প্রাইভেটকার যোগে স্থানীয় চাতাল ব্যবসায়ী ছাবলু মোল্লা এসে তাদের গাড়ি রাখা দেখে গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে আবু হেনা রনি’র বন্ধুরা ছাবলু মোল্লাকে গালাগালি করেত নিষেধ করায় ছাবলু মোল্লা গাড়ি থেকে নেমে তাদের উপর চড়াও হয়। পরে স্থানীয়রা তাকে বাধা দিলে ছাবলু মোল্লা উত্তেজিত হয়ে মোবাইল ফোনে তার কিছু স্বজনদের ফোন দিয়ে ডাকেন। কিছুক্ষণের মধ্যেই বেশ কয়েকটি মোটরসাইকেল এসে তার বন্ধুদের মারধর শুরু করলে দুই বন্ধু পালাতে পারলেও তহুরুল ইসলাম ও রাজু আহম্মেদকে ধরে বেধরক মারপিট করে জখম করে এবং তার প্রাইভেটকার ভাঙচুর করে। পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়ে গুরুদাসপুর থানায় আসেন। এ ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয় আসারও দাবি জানিয়েছেন তিনি।

অভিযুক্ত চাতাল ব্যবসায়ী ছাবলু মোল্লা মুঠোফনে বলেন, তিনি তার ছেলে ও মেয়েকে নিয়ে প্রাইভেটকার যোগে আনন্দ সিনেপ্লেক্সের সামনে দিয়ে যাচ্ছিলেন। সিনেপ্লেক্সের পাশেই রাস্তায় দাড়িয়ে ছিলেন ৪-৫ জন। হর্ন দিলেও তারা সাইড না দেওয়ায় বিরক্ত হয়ে স্বজনদের ফোন করে ঘটনাস্থলে আসতে বলেন। এরপর কথাকাটাকাটির একপর্যায়ে মারপিট শুরু হয়। তবে আবু হেনা রনিকে মারপিট করা হয়নি।

গুরুদাসপুর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনোয়ারুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। ওই রাতেই সাবলু মোল্লার প্রতিবেশী মৃত্য হাকিম মোল্লার ছেলে আল আমিনকে গ্রেফতার করে শনিবার সকালে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। বাকি আসামীদের ধরতে তৎপরতা চলছে।

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap