শিরোনামঃ

আজ শুক্রবার / ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ১৭ই মে ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই জিলকদ ১৪৪৫ হিজরি / এখন সময় সকাল ১০:৪১

মাদক সেবনে একজনের মৃত্যু

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলায় আবারোও হেরোইন ও ইয়াবা সেবনে একজনের মৃত্যু ও অন্য একজন অসুস্থ হয়েছে। শনিবার দুপুরে বাগমারা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় এই মাদকসেবীর মৃত্যু হয়। তারা হলেন, রনসিবাড়ি গ্রামের ছহির উদ্দনের পুত্র শহিদুল(৪২) ও একই গ্রামের অসুস্থ ছলিম উদ্দিনের পুত্র বুলেট (৩৫)।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ঝিকরা ইউনিয়নের রনসিবাড়ি গ্রামের শহিদুল ও বুলেট দীর্ঘদিন ধরে হেরোইন ও ইয়াবা সেবন ও ব্যবসা করে আসছিল। শনিবার সকালে তারা আবার মাদক সেবন করে। এর কিছু পরে তাদের অবস্থার অবনতি হলে দুপুরের দিকে তাদেরকে বাগমারা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের একজনের মৃত ঘোষনা করেন।

এব্যাপারে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, মাদক সেবনে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, এর আগে (২০ ও ২১ জানুয়ারি) উপজেলার তাহেরপুর পৌরসভা এলাকায় বিষাক্ত মিথাইল হোমিওপ্যাথির এ্যালকোহল জাতীয় পানীয় ওষুধ খেয়ে একই পরিবারের দুইজনের মৃত্যু হয়।

এ ঘটনায় আরও একজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ঘঁটনাটি ঘটে পৌরসভার ৩নং ওর্য়াড বাজারপাড়া সুইপার কোলনীতে। মৃত ব্যাক্তিরা হলেন,কমল কুমার (৩০) ও অমল কুমার (২৬)। তারা সহদর আপন দুইভাই। তাদের বাবার নাম শ্রী মংলা কুমার দাস। বিষয়টি ধামাচাপা দিতে তাড়াহুড়া করে তাদের লাশ দুইটি মাটিচাপা দেয়া হয়।

নিহত কমল ও অমল সহদর দুই ভাইয়ের বাবা-মা মারা যাওয়ায় তারা তাহেরপুরের সুইপার কোলনীর নানি বাড়িতে বসবাস করতেন। তবে তাদের বাড়িতে পুরুষ মানুষ না থাকায় তার নানি পুলিশী ঝামেলায় জড়াতে চাইনী। এবং সেই সময় তাহেরপুর ফাঁড়ির ইনচার্জ এস আই লুৎফর রহমান বলে ছিলেন,সহদর দুইভাই কমল ও অমল বিষাক্ত অ্যালকোহল মদ খেয়ে না, তারা অসুস্থ হয়ে মারা গেছেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap