শিরোনামঃ

আজ শনিবার / ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ১৮ই মে ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই জিলকদ ১৪৪৫ হিজরি / এখন সময় দুপুর ১২:৪৬

ভেস্তে গেল প্রবাসী মুরাদের বিয়ে !

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : বিয়ে করতে বিদেশ থেকে বাড়ি ফিরেন মুরাদ আলী। তার বাবা মোমিন হোসেন কনেও ঠিক করেন। বৃহস্পতিবার (১৭অক্টোর) বিয়ে দিন ধার্য করেন কনে ও বর পক্ষ। কিন্তু কনে সাবালিকা না হওয়ায় বিয়ে ভেস্তে দিল উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের লোকজন। ঘটনাটি ঘটেছে পাবনার চাটমোহরে।
চাটমোহর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সুত্র বলছে, কনের বাড়ি লাউতিয়া গ্রামে। সে সেন্ট রীটার্স উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। আর মুরাদ হোসেন ভাদরা গ্রামের বাসিন্দা।
সুত্র আরও জানায়, বিকালের দিকে অতিথিদের খাওয়া-দাওয়া পর্ব শেষ হয়। সন্ধার পরে বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর প্রাক্কালে সেখানে হাজির হন চাটমোহর মহিলা বিষয়ক কর্মকর্তা আফছার মন্ডল। বাল্যবিয়ের কুফল নিয়ে আলোচনা ও উভয় পকে বুঝিয়ে-সুঝিয়ে বন্ধ করে দেন বিয়েটি।

সাবালিকা না হওয়া পর্যন্ত ফের বিয়ে দেওয়ার চেষ্টা করলে আইনের হাতে সোপর্দ করা হবে বলেও সতর্ক করা হয় মেয়ের বাবাকে। গোপন সুত্রে এ বিয়ের খবর পায় অধিদপ্তরটি। বিয়ে ভেস্তে যাওয়ায় বিয়ে বাড়ির আনন্দ রুপ নেয় নিরানন্দে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap