শিরোনামঃ

আজ মঙ্গলবার / ৩১শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ১৪ই মে ২০২৪ খ্রিস্টাব্দ / ৬ই জিলকদ ১৪৪৫ হিজরি / এখন সময় সকাল ৭:৪২

ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা, গোডাউন সিলগালা

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইসমাইল সরদারের বিরুদ্ধে ৭৩ বস্তা ভিজিএফ এর চাল আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। গত শনিবার ইউপি চেয়ারম্যান আদালতে আত্মসর্মপন করেছেন।
জানা গেছে, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে উপজেলার একদন্ত ইউনিয়নে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ এর ১১৮৫ বস্তা চাউল বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ৯৭৮ বস্তা চাউল তাদের মধ্যে বিতরণ করা হয়। অবশিষ্ট ২০৭ বস্তা চাউল উক্ত ইউপি চেয়ারম্যান ও সচিবের স্বাক্ষরিত ইউনিয়ন পরিষদ গৌডাউনে মজুদ রাখা হয়।

এঘটনায় আটঘরিয়া উপজেলা নিবার্হী অফিসার মো: আকরাম আলী, আটঘরিয়া থানা এসআই দুলাল সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গত ১১ আগষ্ট বেলা ১১ঘটিকার সময় উক্ত গোডাউন পর্যবেক্ষন করে দেখেন ১৩৪ বস্তা চাউল পাওয়া যায়। বাকী চাউল ইউপি চেয়ারম্যান ইসমাইল সরদার আত্মসাত করায় আটঘরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল-জাবির বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ০৭।

১৩৪ বস্তা চাউল একদন্ত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম ও ইউপি সচিব মো: জিএম দস্তগীর এর নিকট উপজেলা নিবার্হী অফিসার মো: আকরাম আলী, ও আটঘরিয়া থানার এসআই দুলাল হোসেনর উপস্থিতিতে গোডাউন সিলগালা সহ বুঝিয়ে দেওয়া হয়। ঐদিন চাউল ব্যবসায়ী মিল মালিক একদন্ত ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রমজান আলীর মিলে তল্লাসী চালিয়ে পুলিশ কোন চাউল উদ্ধার করতে পারেনি।
এঘটনায় এলাকায় ব্যাপক গুনজন শুরু হয়েছে। মামলার বাদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জানান, ৭৩ বস্তা চাউল আত্মসাতের অভিযোগে একদন্ত ইউপি চেয়ারম্যান ইসমাইল সরদার এর বিরুদ্ধে মামলা করা হয়েছে। চাউল উদ্ধারের চেষ্টা চলছে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap