শিরোনামঃ

আজ সোমবার / ২৩শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ৬ই মে ২০২৪ খ্রিস্টাব্দ / ২৭শে শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় সকাল ৮:০৬

ভারতীয় ভিসা জালিয়াতির ঘটনায় রাজশাহীতে নারী গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে ভারতীয় ভিসা জালিয়াতি ও ভিসা সেন্টারের কর্মকর্তাদের হুমকী ও চাকরি চ্যুতের ভয় দেখানোয় নুরুন নাহার মিলি নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর উপশহর নিউমার্কেটে তার দফতর থেকে পুলিশ তাকে আটক করে থানায় নেওয়ার পর রাতে গ্রেপ্তার দেখানো হয়। নুরুন নাহার মিলি রাফি টুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্তাধিকারি।

ভিসা সেন্টারের ইনচার্জ বিপ্লব কুমার সাহা সাংবাদিকদের জানান, ‘কিছুদিন আগে ভিসা সেন্টারে একজন আবেদনকারী তার পরিবারের মোট তিনটি ভিসার কাগজপত্র নিয়ে আসেন। আমরা তার আবেদনপত্র অনলাইনে যাচাই-বাছাই করে দেখি তিনি আবেদনের নির্ধারিত ফি জমা না দিয়েই এসেছেন। তাকে বিষয়টি অবগত করা হয়। তখন তিনি জানান, স্থানীয় একটি ট্রাভেলস অফিসের মাধ্যমে তিনি অনলাইনে ভিসার ফি পরিশোধ করেছেন।’

তিনি আরও বলেন, ‘ভারতীয় তিনটি ভিসার জন্য নির্ধারিত ফি ২ হাজার ৫২০ টাকা। সেখানে ওই আবেদনকারীর কাছ থেকে নেওয়া হয়েছে ৭ হাজার ৫০০ টাকা। অথচ ওই আবেদনকারীর কোনো টাকাই পরিশোধ করা হয়নি। এতে আবেদনকারী উল্টো আমাদের সন্দেহ করেন। তখন আমরা বুঝতে পারি, আবেদনকারী প্রতারণার শিকার হয়েছেন। এরপর আমরা তাকে পুলিশে অভিযোগের পরামর্শ দেই।’

বিপ্লব কুমার সাহা দাবি করেন, ‘এই ঘটনার পর ৩ জুলাই সকাল ৯টা ৪০ মিনিটের দিকে ভিসা সেন্টারে একজন নারী (নুরুন্নাহার খাতুন মিলি) এসে আমিসহ আমাদের অফিসের সব স্টাফকে হুমকি-ধমকি দেওয়াসহ আমাদের চাকরি থেকে বরখাস্তের ভয় দেখান। ঘটনার পর অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বোয়ালিয়া থানায় বৃহস্পতিবার একটি লিখিত অভিযোগ দেই।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, নুরুন নাহার মিলি টুরস অ্যান্ড ট্রাভেলসের ব্যবসার আড়ালে দীর্ঘদিন থেকে ভারতীয় ভিসার নামে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap