শিরোনামঃ

আজ শুক্রবার / ২০শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ৩রা মে ২০২৪ খ্রিস্টাব্দ / ২৪শে শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় সকাল ১০:৩১

ভাঙ্গুড়ায় সংবাদকর্মির ওপর দুবর্ত্তের হামলার প্রতিবাদে মানববন্ধন

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি ও ভাঙ্গুড়া প্রেসক্লাব সদস্য সংবাদকর্মি সিরাজুল ইসলাম আপন’র ওপর দুবৃর্ত্তদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঘন্টাব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ র‍্যালি করেছে ভাঙ্গুড়া অঞ্চলে কর্মরত বিভিন্ন পত্রিকার সংবাদকর্মিবৃন্দ।

রবিবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় ভাঙ্গুড়া প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সম্মিলিত উপস্থিতিতে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধন পূর্বে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে অংশ নেন-ভাঙ্গুড়া প্রেস ক্লাব, অনলাইন প্রেস ক্লাব, ভাঙ্গুড়া রিপোর্টার্স ইউনিটি ও বাংলাদেশ মফস্বল ফোরাম উপজেলা শাখা।
মানববন্ধনে ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব উল-আলম বাবলুর সভাপতিত্বে ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম উপজেলা শাখা’র সভাপতি গিয়াস উদ্দীনের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন,

চাটমোহর বার্তা পত্রিকার সম্পাদক এসএম হাবিবুর রহমান, দৈনিক সময় অসময় পত্রিকার সম্পাদক বেলাল হোসেন স্বপন, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আয়নুল হক, ভাঙ্গুড়া অনলাইন প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ বদরুল আলম বিদ্যুৎ, ভাঙ্গুড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ময়নুল হক, বাংলাদেশের খবর প্রতিনিধি হেলাল খান, আজকের পত্রিকার প্রতিনিধি মনিরুজ্জামান ফারুক, মানবকণ্ঠের প্রতিনিধি রায়হান আলী,

কালের কণ্ঠ প্রতিনিধি মাসুদ রানা ও যুগান্তর প্রতিনিধি শাহিবুল ইসলাম পিপুল।
অন্যন্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আমাদের সময়ের প্রতিনিধি আব্দুর রহিম, খোলা কাগজ প্রতিনিধি মানিক হোসেন, বিজনেস বাংলাদেশ প্রতিনিধি মিনু রহমান খান, আমার সংবাদ প্রতিনিধি ইকবাল হোসেন, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আব্দুল আজিজ, আলোকিত সকাল প্রতিনিধি মেহেদী হাসান রানা, বালাদেশ সমাচার প্রতিনিধি শেখ সাখাওয়াত হোসেন ও সময়ের কাগজ প্রতিনিধি মেহেদী হাসান প্রমূখ।
এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে উপস্থিত গণমাধ্যম কর্মিরা ক্ষোভের সাথে বলেন, সংবাদকর্মি আপনের ওপর সন্ত্রাসী হামলার ৭২ ঘন্টা পেরিয়ে গেছে। থানায় লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। তারপরও পুলিশ হামলাকারীদের আইনের আওতায় আনতে গড়িমসি করছেন এটা খুবই দুঃখ জনক।

মানববন্ধন থেকে বক্তারা স্থানীয় প্রশাসনকে সময় বেঁধে দিয়ে ৭২ ঘণ্টার মধ্যে হামলাকারীদের আইনের আওতায় না আনলে স্থানীয় প্রশাসনের সকল সংবাদ বর্জনের ঘোষণা দেওয়া হয়।
উল্লেখ্য, গত (৬ অক্টোবর) বৃহস্পতিবার রাত ১০টার দিকে ভাঙ্গুড়া উপজেলার সদর ইউনিয়নের কলকতি ঘাট এলাকায় সিরাজুল ইসলাম আপন হামলার শিকার হন।

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap