শিরোনামঃ

আজ রবিবার / ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ১৯শে মে ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই জিলকদ ১৪৪৫ হিজরি / এখন সময় দুপুর ২:১৪

ভাঙ্গুড়ায় প্রগতি সংস্থার নামে অর্থ আদায়, ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে বন্ধ

মিনু রহমান খান, ভাঙ্গুড়া (পাবনা) :
পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ প্রগতি সংস্থার নামে এক এনজিও (NGO)র অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

এলাকাবাসী সুত্রে জানাযায় স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্যসচেতনা প্রকল্প বাস্তবায়নের নামে পথোশিশু ও কর্মজীবি শিশুদের ব্যাংক হিসাব খেলার নামে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডের ৫০জনের নিকট থেকে ২৪হাজার ৯শত টাকা আত্মসাতের চেষ্টা করে সংস্থার কয়েক নারী কর্মী।

ভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক টুকুন স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই নারী কর্মী ও সংস্থার নির্বাহী পরিচালককে ডেকে ভুক্তভুগীদের অর্থ ফেরতের ব্যবস্থা করেন। শুক্রবারে দিনব্যাপি অভিযুক্তরা ও ভাঙ্গুড়া ইউনিয়নের গ্রাম পুলিশের উপস্থিতিতে ওই ৫০জনের বাড়ি বাড়ি গিয়ে টাকা ফেরত দেন।

জানা গেছে, বাংলাদেশ প্রগতি সংস্থার(বিপিএস) নামের স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্যসচেতনা প্রকল্প বাস্তবায়নের নাম করে পথোশিশু ও কর্মজীবি শিশুদের ব্যাংক হিসাব খেলার নামে উপজেলায় ৪জন নারী কর্মীকে তারা নিয়োগ দেয়। তারা প্রতি মাসে সাড়ে ৩ শত টাকা রশিদের মাধ্যমে গ্রহণ করতে পারেন। কিন্তু তারা সাড়ে ৩ শত গ্রহণ রশিদের মাধ্যমে গ্রহণ করার কথা থাকলে তারা রশিদ না দিয়ে সাড়ে ৮ শত টাকা করে আদায় করেন। এভাবে তারা ভাঙ্গুড়া ইউনিয়নের ৪নং(কৈডাঙ্গা) ও ৫নং(চর ভাঙ্গুড়া পূর্ব পাড়া) ওয়ার্ডের ৫০জনের নিকট থেকে মোট ২৪ হাজার ৯শত টাকা গ্রহণ করেন।

বিষয়টি স্থানীয় কয়েক বাসিন্দার সন্দেহ হলে,৪নংওয়ার্ড মেম্বর সাগর হোসেন জানতে পেরে ভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক টুকুনকে অবগত করেন। অভিযোগ আমলে নিয়ে ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক টুকুন জনস্বার্থে অভিযুক্তদের ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে তাদের সংস্থা সর্ম্পকে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান ও সমাজ সেবা অফিসে যোগাযোগ করে সংস্থার যথার্থতা পান নি।

ইউপি চেয়ারম্যান পরবর্তীতে সংস্থার নির্বাহী পরিচালক গাজী মো. করিম বকস এর সাথে যোগাযোগ করে নিয়ম বর্হিভূত অতিরিক্ত টাকা গ্রহণের বিষয়টি স্বীকার করেন এবং ৫০ জনের নিকট থেকে অতিরিক্ত ২৪ হাজার ৯শত টাকা ফেরতের ব্যবস্থা করেন।

শুক্রবার দিনব্যপি ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের উপস্থিতিতে টাকা উত্তোলনকারী ৪ নারী কর্মী বাড়ি বাড়ি গিয়ে টাকা ফেরত দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ প্রগতি সংস্থার(বিপিএস) পরিচালক গাজী মো. করিম বকস বলেন, গ্রহকদের অতিরিক্ত ২৪ হাজার ৯শত টাকা ফেরত দেওয়া হয়েছে।

এবিষয়ে ১নং ভাঙ্গুড়া সদর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক টুকুন বলেন , মানুষ এখন বিভিন্ন ভাবে প্রতারনার আশ্রয় নিচ্ছে তাই জনগণকে সচেতন থাকতে হবে।বিভিন্ন সংস্থার নামে টাকা দেয়া,বিকাশে টাকা দেয়াসহ,নানা ধরনের প্রতারনা তাই জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সতর্ক থাকতে হবে , ভাঙ্গুড়া ইউনিয়ন বাসীদের সাথে সংস্থার নামে কেউ যেনো প্রতারণা করতে না পারে সে বিষয়ে সর্তক রাখা হচ্ছে।

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap