শিরোনামঃ

আজ শনিবার / ২১শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ৪ঠা মে ২০২৪ খ্রিস্টাব্দ / ২৫শে শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় দুপুর ১২:৪৮

ভাঙ্গুড়ায় ঠাকুর ও ঘোষ পরিবারের দ্বন্দে ইউপি চেয়ারম্যান প্রহৃত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের দিলপাশার গ্রামে ঠাকুর ও ঘোষ পরিবারের দীর্ঘদিনের দ্বন্দের জের ধরে বৃহস্পতিবার দুই পরিবারের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে ঘোষ পরিবারের নেতৃত্বদানকারি ওই ইউনিয়নের চেয়ারম্যান অশোক কুমার ওরফে প্রণো ঘোষ প্রহৃত হয়েছেন।

অশোক কুমার ঘোষ বলেন বৃহস্পতিবার দুপুরে দেবু ঠাকুরের মায়ের শ্রাদ্ধের দাওয়াতে আমি উপস্থিত না হওয়ায় আমাকে ও আমার দুই ভাই তপন কুমার ঘোষ(৫৮) ও তরুন কুমার ঘোষকে(৪৬) তারা প্রহার করেছে। দুই ভাইকে বিকালে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দেবু চক্রবর্তী বলেন,আমরা গ্রামের হিন্দু সম্প্রদায়ের সবাইকে আমার মায়ের শ্রাদ্ধে দাওয়াত করি কিন্তু পুর্ব শত্রুতার জের ধরে প্রণো ঘোষ সকলকে ভয়-ভীতি দেখিয়ে দাওয়াতে যেতে নিষেধ করেন। ফলে দুপুর গড়িয়ে গেলেও অনেকে অনুপোস্থিত থাকেন।

এর কারণ জানার পর প্রণো যেহেতু বর্তমান ইউপি চেয়ারম্যান সেজন্যে বড় ভাই প্রভাত কুমারসহ আমরা তার কাছে যাই এবং দাওয়াতে অংশ নেওয়ার জন্য অনুরোধ করি। তখন তিনি রাগান্বিত হয়ে আমাকে কিল ঘুষি মারেন ও প্রাণ নাশের হুমকী দেন। আমরা তাকে কিছুই বলিনি।
ভাঙ্গুড়া থানার ওসি মোঃ মাসুদ রানা বলেন খবর পেয়ে আমি সেখানে পুলিশ পাঠিয়েছিলাম কিন্তু বিকাল পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ করেননি।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap