শিরোনামঃ

আজ সোমবার / ১৬ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ২৯শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ / ২০শে শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় সন্ধ্যা ৭:০৪

ভাঙ্গুড়ায় জাতীয় শোক দিবস পালিত

ভাঙ্গুড়া আফিসঃ-পাবনার ভাঙ্গুড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। স্বাস্থ্য বিধি মেনে সকাল ১০টায় ভাঙ্গুড়া উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন সাংসদ আলহাজ্ব মো. মকবুল হোসেন।

অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সকল শহীদদের স্মরণ করে বিশেষ দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. বাকী বিল্লাহ, পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল, ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান, ভাঙ্গুড়া থানার ওসি মুঃ ফয়সাল বিন আহসান, প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুবুল আলম, যুবলীগ নেতা ইবনুল হাসান শাকিল, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, আজিদা পারভীন পাখি, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমরান হাসান আরিফসহ স্থানীয় নেতৃবৃন্দ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানবর্গ শিক্ষক মন্ডলী।

পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান সভাপতিত্বে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সামাজসেবা অফিসার মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, কৃষি অফিসার মো. এনামুল হক। পরে অনলাইনে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশ গ্রহণে বঙ্গবন্ধু ভাষণ, কবিতা আবৃতি, দেশত্ববোধক গানে অংশ গ্রহণকালী বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতারণ করা হয়।

অপরদিকে উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, র‌্যালী, অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. লোকমান হোসেন , সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রধান সহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

পরে এমপি মকবুল হোসেন নিজ উদ্যোগে দলীয় কার্যালয়ে সাড়ে তিন হাজার প্যাকেট খাবার বিতরণ করেন।

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap